সময় কলকাতাঃ উওর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের হাড়োয়া পি জি হাই স্কুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল স্কুল চত্বরে । অভিযোগের তির স্কুল কমিটি ও প্রধান শিক্ষকের দিকে । অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ প্রায়দিনই তাদের সঙ্গে দুর্ব্যবহার করে । স্কুলের মিড ডে মিলের খাবার আত্মসাতের অভিযোগও উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে । এমনকি সবুজ সাথী সাইকেল নিয়ে স্বজনপোষণ এবং স্কুলের ফি বৃদ্ধি করা হয়েছে । যেটা সরকার নির্ধারিত ২৬০ টাকা ছিল, সেটি স্কুলের পক্ষ থেকে ৪০০ টাকা নেওয়া হচ্ছে । তাছাড়াও আরো বিভিন্ন অভিযোগ নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা । স্কুলের প্রধান শিক্ষক সমীক রুদ্র মজুমদার জানান, ‘মিড ডে মিলের খাবার ও সবুজ সাথী সাইকেল নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই । তবে একটি সমস্যা রয়েছে যেখানে স্কুলের ছাত্র-ছাত্রী আছে ২৬০ জন সেখানে পোর্টালে নাম আছে ৪০০ জনের।অতিরিক্ত সাইকেল নির্দিষ্ট নিয়ম মেনেই তাদেরকে দেওয়া হবে ।’ তিনি আরো জানান যদি কোনো ব্যক্তি বা অভিভাবক তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে থাকে তবে তার সত্যতা প্রমাণ দিতে হবে । প্রমান দিতে না পারলে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন স্কুল কর্তৃপক্ষ । ফি বৃদ্ধি যদি ছাত্র-ছাত্রী বা অভিভাবকরা না মানেন, তাহলে আগের নির্ধারিত সরকারি ফি নেওয়া হবে । সেটা তাদের ওপর নির্ভর করছে ।
ম্যানেজিং কমিটির সেক্রেটারি অচিন্ত্য ঘোষ বলেন, “কোন অভিভাবক নির্দিষ্টভাবে আমার কাছে এই ধরনের অভিযোগ জানায়নি । বহিরাগত কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে স্কুল চত্বরে পোস্টার মেরেছে। বহিরাগত কিছু লোক এসে অভিভাবকদের অক্সিজেন যোগাচ্ছে । স্কুলের পঠন পাঠন সংস্কৃতি নষ্ট করছে । যদি তাদের কোন অভিযোগ থাকে তাহলে আমার কাছে এসে লিখিতভাবে জানান । এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই । যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমি শুধরে নেব। এখন দেখার স্কুলের এই চাপান উতরে পড়ুয়াদের পঠন পাঠন কতটা এগোয়। কারণ আজ প্রায় ২২ মাস পর যদিও বা স্কুল খুলল তাও আবার স্কুল কর্তৃপক্ষ আর অভিভাবকদের অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে পড়ে পড়ুয়াদের পঠন পাঠন লাটে ওঠার যোগাড়।
সরকারি স্কুলে দুর্নীতির অভিযোগ, পড়ল পোস্টার,অস্বীকার স্কুল কর্তৃপক্ষের

More Stories
মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন
বাবাকে দিয়েই মেয়ের বমি পরিষ্কার করালো চিকিৎসক! উত্তেজনা শান্তিপুরে
মাধ্যমিক পরীক্ষার্থীকে যৌন হেনস্তা! গ্রেপ্তার তৃণমূল নেতা-সহ ২