সময় কলকাতাঃ ক্রমশ কমছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা । নিম্নমুখী পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ রোগীর সংখ্যাও। তবে এখনও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন। মৃত্যু হয়েছে ১১৮৮ জনের । সোমবারও এই সংখ্যা ছিল ৯০০-র কাছাকাছি। একদিনে লাফিয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্যমন্ত্রকের নয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের হাত থেকে মুক্ত হয়েছেন ১ লক্ষ ৮০ ৪৫৬ জন দেশবাসী, দৈনিক আক্রান্তের তুলনায় যা অনেকটাই বেশি। এই হার স্বস্তিদায়ক হলেও অস্বস্তির কাঁটা বিঁধে রয়েছে মৃত্যুহারে। এই নিয়ে দেশে করোনার বলি মোট ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন।
পরিসংখ্যান বলছে, দেশে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৯৪,৮৯১, যা মোট আক্রান্তের তুলনায় ২.৩৫ শতাংশ কম। দৈনিক পজিটিভিটি রেট ৫.০২ শতাংশ। দেশের কোভিড গ্রাফে সস্তি ফিরলেও উদ্বেগ বাড়াচ্ছে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা।
More Stories
Truck Strike: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট , পুজোর মুখে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
আরজিকর কাণ্ডের আবহে রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
মা- বাবার নাম বদলে ও প্রতিবন্ধী সেজে চাকরি! শেষরক্ষা হল না, বরখাস্ত ‘জালিয়াত’ আইএএস অফিসার পূজা খেড়কার