সময় কলকাতা ডেস্কঃপাঞ্জাবের গুরুদাসপুরের ভারত-পাক সীমান্তে একটি ড্রোণকে গুলি করে নামাল বিএসএফ জওয়ানের। সেই পাক ড্রোণ থেকে উদ্ধার হল প্রচুর অত্যাধুনিক অস্ত্র সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম। ড্রোণের মধ্যে থেকে পাওয়া যায় দুটি কন্টেনার। সেই কন্টেনারের প্রথমটি থেকে পাওয়া উদ্ধার হয় টাইমার তিনটি ডিটোনেটর, ২.৬৪০ গ্রাম আর ডিএক্স, একটি ম্যাগাজিন ও ৯টি গুলি ও এক লক্ষ ভারতীয় টাকা ইত্যাদি। দ্বিতীয় কন্টেনারে পাওয়া যায় চাইনা মেড পিস্তল একটি ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলি, টাইমার ও ২.১১০ কেজি আর ডিএক্স সমেত তিনটি ডিটোনেটর ইত্যাদি। সেনা আধিকারিকদের মতে ভারতে বিস্ফোরন ঘটানো ও নাশকতা মূলক সমস্ত উপকরণই মজুদ ছিল ওই পাক ড্রোণটিতে।
ভারতে নাশকতা মূলক কাজ অধিকাংশ সময়ই কখন সক্রিয় আবার কখন বা পরোক্ষে ভাবে মদত দিয়ে এসেছে পাকিস্তান। ভারত সবসময়ই এই নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে আন্তর্জাতিক মঞ্চে। এরই মধ্যে ৯ই ফেব্রুয়ারী রাত ১২ টা ৫০ মিনিট নাগাদ পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের সীমান্তে বাজিং নয়েজ শুনে সতর্ক হয় বি এস এফ জাওয়ানরা। তারা লক্ষ করে পাকিস্তানের দিক থেকে উড়ে আসছে একটি ড্রোন, এমনটাই দাবি বিস এস এফ কর্তৃপক্ষের। সতর্ক বি এস এফ জাওয়ানরা তৎক্ষনাৎ গুলি করে নামায় উড়ে আসা ড্রোনটিকে। শুরু হয় তল্লাশি। এরপরই ওই ড্রোন থেকে উদ্ধার হয় অত্যাধুনিক অস্ত্র সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম। ঘটনাস্থল সীমান্ত থেকে মাত্র ২৭০০ মিটার। পরে আরও তল্লাশির নিয়ে ডাকা হয় সেনা বিভাগের ডগ স্কোয়ার্ডকে। এই ঘটনার জেরে সীমান্ত আরো কড়া সতর্কতার নির্দেশ জারি করেছে বি এস এফ কর্তৃপক্ষ।
More Stories
বিধানসভায় স্পিকারের কাছে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল, কী দাবি?
উদ্ধার ‘অভিশপ্ত’ বিমানের ব্ল্যাক বক্স! এবার জানা যাবে দুর্ঘটনার কারণ?
‘পরমাণু বোমা থাকবে না’, ‘চুক্তি সই, নয়তো মৃত্যু’, ইরান গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের