সময় কলকাতা ডেস্ক : ফের খানিকটা বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। তবুও স্বস্তি নেই কারণ আরও বেশি করে ভয় ধরাচ্ছে মৃত্যুর সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। তবে খানিকটা কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে দেশে করোনাই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮। একটু একটু করে কমছে পজিটিভিটি রেট। এই মুহূর্তে ভারতে ৪.৫৪ শতাংশ করোনা পজিটিভ রেট।তবে এখনও ভয় ধরাচ্ছে মৃত্যুর হার। ভারতে করোনায় মৃতের সংখ্যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য মহল। মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ১২১৭ জন। যা গতকালের তুলনায় বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জনের। তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১০ লক্ষ ১২ হাজার ৮৬৯ জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। সুস্থতার হার ৯৬.৭০ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭০.৮৭ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। করোনা প্রতিরোধে টিকাকরণের পাশাপাশি শুরু হয়েছে বুস্টার ডোজ।
সংক্রমিতের সংখ্যা বাড়লেও, সুস্থতার হারে স্বস্তি, তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা নিয়ে

More Stories
ঝাড়খণ্ডে ফের মাওবাদীদের দৌরাত্ম্য, পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান!
পাঞ্জাবের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুনে গ্রেপ্তার ২, তবে এখনও অধরা মূলচক্রী
আহমেদাবাদে ধ্বংসাবশেষে ভেসে উঠলেন জগন্নাথদেব! দুর্ঘটনার ইঙ্গিত কী আগেই মিলেছিল পুরীতে?