সময় কলকাতা ডেস্ক: কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্রকরে বুধবার সকালে উত্তজনা মালদহ মেডিকাল কলেজ হাসপাতাল চত্বরে।অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের।অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবিতে তাঁকে ধিরে বিক্ষোভ দেখাতে থাকেন। আন্দলনসামিল হওয়া জুনিয়র ডাক্তারদের অভিযোগ, আউটডোর থেকে ইনডোরে রোগী দেখতে যাওয়ার সময় মালদা জেলা সংশোধনাগার থেকে আসামীদের শারীরিক পরীক্ষা করাতে আসা পুলিশ কর্মী কোনও কারণ ছাড়াই চিকিৎসক সৌভিক সাহাকে চড় মারেন।
মালদা মেডিকাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন আউটডোর কর্তব্যরত ছিলেন চিকিৎসক সৌভিক সাহা।তিনি আউটডোর থেকে মেডিকেল কলেজের ভেতরে রোগী দেখতে যাচ্ছিলেন।ওই সময় আউটডোরের সামনে মালদা জেলা সংশোধনাগার থেকে আসামীদের শারীরিক পরীক্ষা করাতে আসা পুলিশ কর্মী রাম রায় প্রকাশ্য তাকে থাপ্পড় মারে বলে অভিযোগ।তারপরেই জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে ফেটে পড়েন।
জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের জেরে বেশ কিছছুটা সময়ের জন্য আউটডোরে চিকিৎসা পরিষেবা ব্যহত হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অভিযুক্ত পুলিশকর্মী জানান, আসামীরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য তিনি সবাইকে সরে যেতে বলেন। কিন্তু ওই ব্যাক্তি তাঁর কথায় কর্ণপাত করেন নি। তিনি যে জুনিয়র ডাক্তার তা বুঝতে না পেরেই চড় মারেন।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে