সময় কলকাতা ডেস্ক: শীতের সময়েও গ্রামে ঢোকার একমাত্র রাস্তায় প্রায় হাঁটু সমান কাদা।কাদা পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। এছবি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহি গ্রামের।এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিসে জানিয়ে কোনো ফল হয়নি। এলাকার জন-প্রতিনিধিরাও রাস্তা সংস্কারের কোনও উদ্যেগ॥ নেয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার মানুষ।গ্রামবাসীদের অভিযোগ, প্রসূতিদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। বাচ্চাদের পড়াশোনা করতে নিয়ে যেতে অসুবিধা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের নানারাহি গ্রামের ভেতরে প্রায় ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। জল জমে রাস্তায় জলাশয়ের আকার ধারণ করে। এ বিষয়ে বারবার এলাকার প্রশাসন জন-প্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। ভোট আসলে মিলে প্রতিশ্রুতি,কিন্তু বা বাস্তবায়িত হয়নি। প্রতিবাদে বিক্ষোভে সামিল হন গ্রামের বাসিন্দারা।আন্দোলনকারীরা জানান,জন-প্রতিনিধিরা মুখে বারবার প্রচুর উন্নয়নের কথা বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না কেন? কেন মানুষ অভিযোগ জানানোর পর সুরাহা হচ্ছে না? দ্রুত সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের।
বেহাল রাস্তা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়া বলেন, রাজ্যজুড়ে দুর্নীতি পরায়ন তৃণমূল সরকার উন্নয়নের নামে কাটমানির সিন্ডিকেট চালাচ্ছে। এর জন্যই গ্রাম বাংলার রাস্তাঘাটের এই অবস্থা। পালটা জবাব দিয়েছে তৃণমূলও। সুলতান নগর গ্রাম-পঞ্চায়েতের উপ-প্রধান ওবায়দুর রহমানের দাবি,আমাদের আমলে শতাংশ কাজ হয়ে গেছে।তিনি বলেন,মানুষ চাইছে যেটুকু বাকি আছে ওইটুকু হয়ে যাক। ওই রাস্তার টেন্ডার তোলা আছে। এই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে