সময় কলকাতা, মধুমিতা দাস : আজ ১২ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস উইক অর্থাৎ ভালোবাসার সপ্তাহের ষষ্ঠ দিন। আজ হাগ ডে। একটু একটু করে গড়ে তোলা সম্পর্কটিকে একটু কাছে পেতে একটু নিবিড় হওয়ার দিন আজ। সব কিছু পেরিয়ে দু’টো মানুষের কাছাকাছি আসার মুহূর্ত। ভালোবাসার মানুষের কাছে আত্মসমর্পণ করার দিন। এই আলিঙ্গনের মধ্যে কোন যৌন চাহিদা থাকে না এই আলিঙ্গনের মধ্যে থাকে অপার্থিব ভালোবাসা। তবে আলিঙ্গনের নানান রকম ধরন রয়েছেঃ
• আলিঙ্গন মানসিক শান্তি আনে
• আলিঙ্গন একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে সাহায্য করে
• আলিঙ্গন অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। অন্যজনকে কাছাকাছি আনে, ফলে নতুন সম্পর্কে মনের মধ্যে তৈরি হওয়া ভয় কমে
• টাচ ট্রিটমেন্ট থেকে জানা যায়, আলিঙ্গন ব্যথা কমাতে সাহায্য করে। ত্বকের সঙ্গে স্পর্শের ফলে এটা হয়
• আলিঙ্গন একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করে
• আলিঙ্গন মনকে খুশিতে রাখে। হার্ট ভালো রাখতে সাহায্য করে
• সম্পর্কের মধ্যে দূরত্ব কমিয়ে আরো কাছাকাছি আনতে সাহায্য করে আলিঙ্গন
• সারা জীবন পাশে থাকার অঙ্গীকারকে আরো শক্তিশালী করে
• সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত হতে সাহায্য করে
তবে শুধু ভালোবাসার মানুষকে আলিঙ্গন নয়, বাবা-মা, ভাই-বোন সন্তান প্রত্যেককে জড়িয়ে ধরার মধ্যে আলাদা আলাদা রকমফের আছে। কোথাও থাকে স্নেহ, মমতা ভালবাসা। আমাদের প্রত্যেকটা সম্পর্ককে পরম মমতায় বেঁধে রাখতে আলিঙ্গন খুব গুরুত্বপূর্ণ। সকলকে হ্যাপি হাগ ডের শুভেচ্ছা।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?