Home » অধীর গড়ে দেওয়াল লিখতে বাধা কংগ্রেস প্রার্থীকে

অধীর গড়ে দেওয়াল লিখতে বাধা কংগ্রেস প্রার্থীকে

সময় কলকাতা ডেস্ক: বহরমপুর শহরে  কংগ্রেস প্রার্থীদের দেওয়াল লিখন ও প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। রবিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ওরা তো ভয় দেখিয়ে লুট করে গুলি-বন্দুক দেখিয়ে আগের থেকেই চারটি ওয়ার্ডে জিতে আছে। ,যদি নির্বাচন হয় ফলাফল কি হবে জানিনা, নির্বাচনের আগেই ওরা সবকটা আসনে জেতার দাবি করতেই পারে ।দুটো আসন ওরা আগেই লুট করে নিয়েছে।

 

অপহরণ করে, আর ভয় দেখিয়ে কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছে।এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্ট যাবে বলে জানান অধীর চৌধুরী । তিনি বলেন, তৃণমূল বহরমপুরে সব আসন জিতে বোর্ড গঠন করবে বলেছে, আমরা একটা কথাই বলছি ভোট করতে দিন, জনগণ যে রায় দিবে আমরা মাথা পেতে নিব। আপনারা শুধু স্বচ্ছভাবে ভোট করতে দিন।

অধীরবাবু বলেন, ভোটের অধিকার জনগণের নায্য অধিকার।ভারতবর্ষের সংবিধান এই অধিকার দিয়েছে।কারোর দয়ার অধিকার নয়।প্রয়োজনে সেই অধিকার রক্ষায় রাস্তায় নামব। তিনি বলেন, বলেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আমি বহরমপুরের মানুষের সঙ্গে ছিলাম আছি আগামীদিনেও থাকব।সাংবাদিক বৈঠকের পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ২৭ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রঞ্জিত সিংহ দেওয়াল লিখন করতে যান।নিজে হাতে প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখেন।

 

About Post Author