সময় কলকাতা ডেস্ক : ফের বাঘের হানায় মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনা কুলতলি মৈপিট কোষ্টাল থানার মগেনাবাদ গ্রামের বাসিন্দা পঞ্চু মুন্ডা (৫৭)। সুন্দরবনের জঙ্গলের নদীখাঁড়িতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হয় এই মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গঙ্গা যমুনার চড়ে জঙ্গল এলাকাতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে প্রতিনিয়ত দরিদ্র মৎস্যজীবিদের ছুটে যেতে হয় সুন্দরবনের নদীখাঁড়িতে কাঁকড়া ধরতে। এর আগে কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হয়েছে বহু মৎস্যজীবির। এবার সেই তালিকায় জুড়ে গেল পঞ্চু মুন্ডার নামও। পঞ্চু মুন্ডার সাথে ছিলেন আরও দুই মৎস্যজীবি। নৌকা থেকে নামতেই আচমকা পঞ্চু মুন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। মুহূর্তেই তাকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাদের। পরে কয়েকজন মৎস্যজীবী মৃত মৎস্যজীবীকে উদ্ধার করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
More Stories
বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানউতোর , দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী , সুকান্তর বাড়িতে বৈঠকে শুভেন্দু
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে
নদীর জলে ক্যান্সারের বীজ!: আইসিএমআর