Home » বালুরঘাটে বাড়িবাড়ি প্রচারে জোর তৃণমূল প্রার্থীর

বালুরঘাটে বাড়িবাড়ি প্রচারে জোর তৃণমূল প্রার্থীর

সময় কলকাতা ডেস্ক:  মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রচারে নেমেছেন ডানবাম বিজেপি সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই।সোমবার বালুরঘাট শহরের ৫ নং ওয়ার্ডের তৃণমূল প্রাথী অশোক মিত্র। এদিন সকাল থেকেই তিনি বাড়ি বাড়ি প্রচারকে হাতিয়ার করে মাঠে নামেন। তবে করোনা নিয়ে একটু বাড়তি সচেতন পোশায় ঔষুধ ব্যবসায়ী অশোক মিত্র।মারণ ভাইরাসের কথা মাথায় রেখে তিনি দলবেঁধে প্রচারে যাচ্ছেন না। করোনা বিধি মেনে ছোট ছোট দল করে প্রচারে বেরোচ্ছেন।আবার কখনো তিনি একাই প্রচার চালাচ্ছেন।

অশোকবাবু বলেন, নির্বাচনে জয় নিয়ে কোনও সন্দেহ নেই। ভোটে জিতেলেই  তিনি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবেন। কাউন্সিলার হলেই রাজ্য সরকারের দুয়ারে সরকার,দুয়ারে রেশন প্রকল্পের আদলে তিনি দুয়ারে কাউন্সিলার কর্মসূচী চালু করে সমস্ত সুযোগ সুবিধা সর্বসাধারনের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

 

About Post Author