Home » সন্ধ্যার পর কালরাত্রি কেড়ে নিল বাপ্পিকেও

সন্ধ্যার পর কালরাত্রি কেড়ে নিল বাপ্পিকেও

সময় কলকাতা ডেস্কঃ সন্ধ্যা মুখোপাধ্যায় এর অকাল প্রয়াণের রেশ কাটতে না কাটতেই ফের সংগীতজগতের নক্ষত্র পতন। প্রয়াত হলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। দেশের পাশাপাশি বাংলাও হারালো আরেক স্বনামধন্য সংগীতশিল্পীকে। মুম্বইয়ের হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু জনেই ছিলেন সঙ্গীত শিল্পী। আশির দশকে বলিউডের গানকে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন বাপ্পি লাহিড়ী। ডিস্কো গান মানেই বাপ্পি লাহিড়ীর সংগীত । মিঠুন চক্রবর্তী আর বাপ্পি লাহিড়ীর জুটি তো বলিউডি গানে ইতিহাস রচনা করেছিল। কয়েক বছর আগে ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ‘উ লাল লা’ আর ‘গুন্ডে’ ছবির তুনে মারি এন্ট্রিয়া গান গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হারিয়েছিলেন নিজের কন্ঠস্বর। তারপর থেকেই তার  জন্য চিকিৎসা চলছিল একাধিক জায়গায়। একটানা চিকিৎসার পরেও ফেরানো যায় নি তার গলার স্বর। তারপরই এদিন সকালে পরলোকে পাড়ি দিয়েছেন এই মহান সংগীতশিল্পী।

About Post Author