সময় কলকাতা ডেস্ক: সরকার যেভাবে এগোচ্ছে তাতে শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ হলে তা দূর্ভাগ্যজনক।যদি সরকারি স্কুলগুলিতে বেসরকারিকরণ করা হয় তাহলে গরীব মানুষের ছেলেমেয়েদের মারাত্মক অসুবিধা হবে। বৃহস্পতিবার বহরমপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে পদযাত্রার পর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন,পুঁজির তখনই বিনিয়োগ হয় যখন সেখানে লাভের পরিমাণ বেশি থাকে। সরকারি স্কুলে সেবার পরিমাণ বেশি থাকে আর লাভের পরিমাণ কম থাকে। কিন্তু বেসরকারি স্কুলে লাভের পরিমাণ বেশি হবে সেবার পরিমাণ কম হবে। ফলে শিক্ষা ব্যবস্থার মান আরও তলানিতে যাবে বলে মত প্রকাশ করেন অধীরবাবু। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই প্রতিবাদের ডাক দেন তিনি।
বহরমপুরের পাশাপাশি এদিন কান্দি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দ্বৈপায়ন দত্তের সমর্থনে কান্দি লিচুতলা মোড়ে পথসভা করেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীরবাবু বলেন, কংগ্রেস জামানায় কান্দি পুরসভার আমূল পরিবর্তন করা হিয়েছিল। তবে বর্তমানে যারা কান্দিতে তৃণমূল নেতৃত্ব তারা সকলেই মানুষের সঙ্গে গাদ্দারি করে তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন। কান্দির মানুষ অত্যন্ত বুদ্ধিমান তারা এই পুরনির্বাচনে ব্যালটে তাদের সঠিক রায় জানাবেন ।
More Stories
বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানউতোর , দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী , সুকান্তর বাড়িতে বৈঠকে শুভেন্দু
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে
নদীর জলে ক্যান্সারের বীজ!: আইসিএমআর