Home » সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কাঁথি মহকুমা আদালতের

সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কাঁথি মহকুমা আদালতের

সময় কলকাতা ডেস্ক: শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কাঁথি মহকুমা আদালতের।  কাঁথি থানার আইসিকে আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতেই জেলার রাজনৈতিক মহলে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। আদালত সূত্রে খবর কাঁথি পি কে কলেজের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে, এই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। সৌমেন্দু অধিকারী কাঁথি পি কে কলেজের চেয়ারম্যান থাকাকালীন এই দুর্নীতি হয় বোলে অভিযোগ।

আদালত সূত্রে জানা গিয়েছে, কাঁথির শ্রীরামপুর এলাকার বাসিন্দা আবু সোহেল নামে এক ব্যাক্তি কাঁথি পি কে কলেজের চারতলার মহিলা ছাত্রাবাস, প্রশাসনিক ভবন, লাইব্রেরিসব একাধিক ভবনের নির্মাণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ আনেন।সৌমেন্দু অধিকারী কাঁথি পি কে কলেজের চেয়ারম্যান থাকাকালীন ভবনগুলি নির্মাণে প্ল্যান থেকে শুরু করে আর্থিক অনিয়মের অভিযোগ আনেন আবু সোহেল। বিষটি নিয়ে থানায় অভিযোগ জানালেও তা এফআইআর হিসাবে নথিভুক্ত হয়নি। তাই আবু সোহেল কাঁথি মহকুমা আদালতের দ্বারস্থ হন। তার পরিপ্রেক্ষিতেই আদালত ওই অভিযোগপত্রটিকে এফআইআর হিসাবে নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনার কথা চাউর হতেই গেলার রাজনৈতিক মহলে ব্যপক শোরগোল পড়েছে। যদিশ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সৌমেন্দু অধিকারীর কোনও মন্তব্য পাওয়া যায় নি।

About Post Author