সময় কলকাতা ডেস্কঃ আসন্ন পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক হিংসা। শহরে বাড়ছে উত্তাপ । এবার বারাসাতের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। বুধবার রাতে বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ওঠে বাম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এদিন রাতে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রত পাল বারাসাত থানায় এই অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বারাসাত থানার পুলিশ।
জানা গেছে, বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত পাল এর সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেয় বেশ কিছু দুষ্কৃতী। অভিযোগের তীর সিপিএমের দিকে। এদিন তৃণমূল প্রার্থী বেশ কয়েকজনকে সন্দেহ করছেন বলেও জানান তিনি । এদিন তিনি জানান, বারাসাত ১০ নম্বর ওয়ার্ডে তার সমর্থনে ফ্লেক্স লাগানো হয়েছিল পূর্বাশা অঞ্চলে, রাতের অন্ধকারে ফ্লেক্স ছিড়ে দেয় দুষ্কৃতীরা।
তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত বাবুর অভিযোগ, নির্বাচনের আগে শান্ত ১০ নম্বর ওয়ার্ডকে অশান্ত করছে সিপিআইএম। এই ওয়ার্ডে দীর্ঘদিন পুর মাতা ছিলেন রত্না ভট্টাচার্য, তার নির্দেশেই এই ঘটনা ঘটিয়েছে সিপিআইএম দুষ্কৃতীরা এমনটাই দাবি করছে তৃণমূল। যদিও এবিষয়ে সিপিএমের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত
সুভাষ বসুকে খুনের সাজা ঘোষণা