Home » প্রেমিকাকে আইফোন দিতে ডাকাতি, গ্রেপ্তার যুবক

প্রেমিকাকে আইফোন দিতে ডাকাতি, গ্রেপ্তার যুবক

সময় কলকাতা: এ এক অন্য প্রেমের উপাখ্যান। ভালোবাসার জন্য করা যায় না বোধহয় এমন কিছু নেই, ইতিহাসের পাতায় এরকম নজির রয়েছে কিন্তু এই রকম ঘটনা বোধ হয় প্রথম। প্রেমিকাকে আইফোন উপহার দিতে চাই প্রেমিক কিন্তু অতো টাকা কোথায় তাই প্রেমিকাকে খুশি করতে পেরে বললো এক ভয়ানক ছক। ডাকাতি করে প্রেমিকাকে দেড় লক্ষ টাকা দামের আই ফোন উপহার দেয়হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি। মহিমা সিং নামে পেশায় বার ড্যান্সার ওই মহিলাকে চমক দিতে আই ফোনের অত্যাধুনিক মডেল কিনে উত্তরপ্রদেশে পাঠায় ভিকি। শুধু তাই নয় মহিমার মাকেও সাড়ে চার লক্ষ টাকা অন লাইনে পাঠিয়েছিলো ফ্ল্যাট কেনার জন্য। ব্যাঁটরা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় ভিকি। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর এই তথ্য।

মহিমা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কলকাতার পানশালায় গান ও নাচ করতে গিয়ে ভিকির সাথে আলাপ। গত ৮ ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। লোহার দোকান ও গোডাউনের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে কোটি টাকা লুট করে পালায় দুস্কৃতীরা। তদন্তে নেমে মূলতঃ সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের শনাক্ত করে তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে উঠে আসে কালো টাকা সাদা করার জন্য বরাত দেওয়া হয়েছিল এজেন্টদের।এরাই দুস্কৃতীদের সুপারি দিয়ে ডাকাতির ছক কষে কোটি টাকা লুট করে।কিন্তু এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত ছিল পুলিশ তা তদন্ত করে  দেখছে। পাশাপাশি কতদিন ধরে ভিকির প্রেমপর্ব চলছিল ও আর কি উপহার দিয়েছিল তা তদন্ত শুরু করেছে।

About Post Author