Home » ডায়মন্ড হারবারের সরিষাহাটে  জোড়া খুন, এলাকায় চাঞ্চল্য

ডায়মন্ড হারবারের সরিষাহাটে  জোড়া খুন, এলাকায় চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক: সাতসকালে ভরা বাজারে জোড়া খুন। এই ঘটনাকে কেন্দ্রকরে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারের সরিষাহাট এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,এদিন সকালে হাটের মাঝে এক ব্যক্তিকে হাটের মঝে জনা চারেক ব্যক্তি ঘিরে ধরে ।তারপর ওই ব্যক্তিকে ঘিরে ধরে আক্রমনকারীরা একের পর এক ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে।আক্রান্তের মৃত্যু নিশ্চিত করার পরই দুস্কৃতীরা এলাকা ছাড়তে শুরু করে।চোখের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করতে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন।এরপরেই তাঁরা দুষ্ক়ৃতী দলটিকে তাড়া করে।  বাকীরা পালিয়ে গেলেও এক জনকে বাসিন্দারা ধরে ফেলেন। তারপরেই তাঁরা দুষ্কৃতীকে গণধোলাই দিতে শুরু করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সরিষাহাটে গণ্ডগোলের খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে হাজির হন।পুলিস জানিয়েছে, দুস্কৃতী হামলায় নিহত ব্যক্তির নাম নুরসালাম বাগ।তিনি বাগদার বাসিন্দা ।এদিন সকালে সরিষাহাটে তিনি বাজার করতে এসেছিলেন । বাজার করার সময় তাঁর উপর ঝাঁপিয়ে কয়েকজন দুষ্কৃতী ।তারা  ধারালো অস্ত্র দিয়ে তাঁকে  কোপাতে থাকে ।ঘটনাস্থলে মৃত্যু হয় নুর সালাম বাগের।অন্যদিকে জনতার গণ পিটুনিতে মৃত্যু শরিফ মোল্লা নামে এক দুষ্কৃতীর।

ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী এসে এলাকায় হাজির হয়ে উত্তজনা নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী।ঠিক কি কারণে ,কেন দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করল তা এখনো পর্যন্ত পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

About Post Author