Home » ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্কঃ বাংলা থেকে কিছুতেই পিছু হটছে না বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে শীত। ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আবারও বৃষ্টি হতে পারে রাজ্যে৷ আগামী কয়েকদিন উর্ধ্বমুখীই থাকবে পারদ। যার প্রভাবে আগামিকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। এছাড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশি। আজ কলকাতার আর্দ্রতার পরিমাণ থাকবে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আগামী দুদিন শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আকাশও থাকবে রৌদ্রজ্বল। আগামী কয়েকদিন আবহাওয়ায় সেরকম কোনো বড় বদলের সম্ভাবনা নেই মোটামুটি অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা৷

About Post Author