Home » ফ্লেক্স ছেড়াকে ঘিরে উত্তাল ব্যারাকপুর, তোপ বিজেপির

ফ্লেক্স ছেড়াকে ঘিরে উত্তাল ব্যারাকপুর, তোপ বিজেপির

সময় কলকাতা ডেস্কঃ বিজেপি প্রার্থীদের সমর্থনে রবিবার ভাটপাড়ায় প্রচার সাড়তে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার আগের দিনই ব্যারাকপুরের ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা সিংয়ের সমর্থনে লাগানো ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করে বিজেপি। এদিন এ প্রসঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া পুলিশ সরে গেলে তৃণমূল ও গুন্ডাদের খুঁজে পাওয়া যাবে না। যদিও সাংসদের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা বিপ্লব মালো।

তিনি বলেন, এর সাথে তৃণমূলের কেউ জড়িত নন। এদিন ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে দেওয়া প্রসঙ্গে সাংসদ অর্জুন আরও বলেন,’ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুনিতা সিংয়ের ছেলে নেশাগ্রস্ত হয়ে এসব করেছে। তবে নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়ে কোনও লাভ নেই। ভোটের দিনই বোঝা যাবে, মানুষ কাকে চাইছে।’
যদিও সাংসদের এই দাবি উড়িয়ে তৃণমূল নেতা বিপ্লব মালো বলেন, ‘সাংসদের কথা কেউ গুরুত্বই দেয় না। বিজেপি তো নেই তাহলে তাদের ব্যানারকে ছিড়ছে তা বলতে পারবো না।এর সাথে তৃণমূলের কেউ জড়িত নয়।’

About Post Author