সময় কলকাতা ডেস্ক : তৃণমূল নেতা ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও একবার বিজেপিকে ‘উন্মাদের দল’ বলে আখ্যা দিলেন। বারাসাতে পুরভোটের প্রচারে এসে বনমন্ত্রীর ভবিষ্যৎবাণী , ১০৮ টি পুরসভা-ই এবার পুরভোটে তৃণমূল দখলে যাবে।
আগেও একাধিকবার বিজেপিকে ‘পাগলের দল’ আখ্যা দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি জ্যোতিপ্ৰিয় মল্লিক। মাঝে তাঁর এই বক্তব্য কিছুদিন শোনা যায় নি। উত্তর জেলা তৃণমূল সাংগঠনিক ক্ষেত্রে কিছু রদবদল হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলকে একাধিক সাংগঠনিক জেলায় বিভক্ত করা হয়েছে। তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন অশনি মুখোপাধ্যায়। শনিবার রাতে প্রাক্তন জেলা সভাপতি জ্যোতিপ্ৰিয় মল্লিক বর্তমান বারাসাত তৃণমূল জেলা সভাপতি অশনি মুখোপাধ্যায়ের স্ত্রী পম্পি মুখার্জীর হয়ে বারাসাতের পুরভোটের প্রচারে আসেন। রোড শো চলার মাঝেই গণমাধ্যমের প্রশ্নের উত্তরে আবার বিজেপিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানাতে কার্পণ্য করেন নি তিনি। এসময়ই তিনি বিজেপিকে পাগলের দল বলে অভিহিত করেন।
বারাসাতের পুরভোটের লড়াইয়ে ২৫ নম্বর ওয়ার্ডে পম্পি মুখার্জির হয়ে প্রচার করা ছাড়াও ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিজিৎ নাগ চৌধুরীর হয়ে প্রচার সারেন জ্যোতিপ্ৰিয় মল্লিক। বিরোধীদের ওপরে তৃণমূলের ভীতি প্রদর্শনের অভিযোগ ফুৎকারে উড়িয়ে জ্যোতিপ্ৰিয় মল্লিক স্বভাবোচিত-ভঙ্গীতে জানান, সর্বত্র তৃণমূলই জিতবে কারণ মানুষ উন্মাদের কথা শোনে না।
More Stories
লটারি দুর্নীতিতে মধ্যমগ্রামে তল্লাশি ইডির
ফের অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক! শরীরে একাধিক সমস্যা বলছেন চিকিৎসকেরা
উদ্ধব ঠাকরের পর এবার শিণ্ডের ব্যাগে তল্লাশি চালাল কমিশনের আধিকারিকরা!