সময় কলকাতা : ভাষাদিবসেও রাজনীতির উর্ধে যেতে পারলেন না তথাকথিত রাজনৈতিক নেতারা। আন্তর্জাতিক ভাষাকে শিখণ্ডী করে পাড়ায় পাঠশালাকে বানিয়ে ফেললেন রাজনীতির মঞ্চ। পড়ুয়ারা তো থ বনে গিয়ে হাঁ করে তাকিয়ে রইল নতুন মাস্টার মশায়ের দিকে। হ্যাঁ ঠিক এই রকমই ঘটনা ঘটলো ২১ সে ফেব্রুয়ারি ভাষা দিবসে। এদিন বিজেপি কে কটাক্ষ করে শিশুদের অভিনব ভাষা পাঠ দান করলেন বিধায়ক মদনের মিত্র। পাশপাশি এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা ভাষার ব্যবহারকে টেনে এনে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। ভাষাদিবসের পাশপাশি শ্রদ্ধা জানালেন প্রয়াত বিধায়ক সাধন পান্ডেকে। এদিন তিনি শিশুদের উদ্দেশ্যে অঞ্চল শব্দটিকে বোর্ডে লিখে বলেন বাংলায় মন্ডল বলে কোনো শব্দ হয় না।আসলে কথাটা হবে অঞ্চল। কিন্তু বিজেপি এই শব্দটির অপব্যবহার করছে। অন্যদিকে বোর্ডে পদ্ম লিখে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন – প্রধানমন্ত্রী পদ্ম উচ্চারণটা ঠিক করে করতে পারেন না । যা উচ্চারণ করেন সেটা আর নাই বা বললাম তোমাদের সামনে।
এইভাবে ভাষা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী তথা বিজেপি দলোকে কটাক্ষ করলেন কামারহাটি পৌরসভার বিধায়ক মদন মিত্র। পাশপাশি এদিন প্রয়াত বিধায়ক সাধন পান্ডেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
More Stories
রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের! কী অভিযোগ হাত শিবিরের?
হাইকোর্টের রায়ে পঞ্চায়েতে ফিরেও ঘর ছাড়া আরাবুল
Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার