সময় কলকাতাঃ করোনার জেরে বিপর্যস্ত পর্যটন শিল্প। ধুঁকছে রাজ্যের পর্যটন শিল্প গুলি। তেমনই বাঁকুড়া জেলাতে অনেকগুলি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে “মুকুট-মনিপুর ” অন্যতম । করোনার বাড়বাড়ন্তে রাজ্য সকারের পক্ষ থেকে বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছিল। সেই বিধিনিষেধ অনুযায়ী বন্ধ ছিল সমস্ত পর্যটন কেন্দ্রগুলি । করোনার প্রকোপ কিছুটা কমলে খুলে দেওয়া হয় রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র গুলি। কিন্তু আগের মতন পর্যটকদের ভিড় দেখা যায় না। একই অবস্থা বাঁকুড়া জেলার “মুকুট-মনিপুর “পর্যটন কেন্দ্রেরও । মুকুট-মনিপুর -এর মুল আকর্ষণ নৌকা ভ্রমন । এখানে পর্যটকরা আসেন নৌকায় চেপে বিস্তীর্ন জলা ভুমি পরিদর্শন করতে । এর ফলে এই এলাকায় রমরমিয়ে চলে নৌকার ব্যবসা । তবে বর্তমানে সেই ব্যবসাতেও ভাটা পড়েছে ।
অন্যান্য বছর ডিসেম্বর মাস থেকেই এই পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসতেন বহু পর্যটক । যার ফলে এই কটা মাস জমজমাট হয়ে উঠতো এই পর্যটন কেন্দ্র । সেইমতো নৌকা চালকরা ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন মাস এলাকায় ভিড় করতেন । এই সময় প্রায় ২০০ টি নৌকা পারে বাঁধা থাকত । তবে এবার সে সব কিছুই নেই ।ফলে মাথায় হাত নৌকা চালকদের। এই এলাকার বেশিরভাগ মানুষের রুজি রুটি মুকুট-মনিপুর পর্যটক কেন্দ্রকে ঘিরে। বর্তমানে এই অঞ্চলের পর্যটন শিল্প ভেঙে পড়ায় আগামী দিনে কি ভাবে চলবে তাই নিয়েই চিন্তায় রয়েছেন ।
ভেঙে পড়েছে মুকুট-মনিপুর পর্যটন শিল্প, মাথায় হাত এলাকাবাসীর

More Stories
জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার
চলতি বর্ষার জলে ডুবে শতাধিক স্কুল, সিলেবাস শেষ হবে তো?
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে দু’টি পুরসভার নথি