Home » ভেঙে পড়েছে মুকুট-মনিপুর পর্যটন শিল্প, মাথায় হাত এলাকাবাসীর

ভেঙে পড়েছে মুকুট-মনিপুর পর্যটন শিল্প, মাথায় হাত এলাকাবাসীর

সময় কলকাতাঃ করোনার জেরে বিপর্যস্ত পর্যটন শিল্প। ধুঁকছে রাজ্যের পর্যটন শিল্প গুলি। তেমনই  বাঁকুড়া জেলাতে অনেকগুলি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে “মুকুট-মনিপুর ” অন্যতম । করোনার বাড়বাড়ন্তে রাজ্য সকারের পক্ষ থেকে বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছিল। সেই বিধিনিষেধ অনুযায়ী বন্ধ ছিল সমস্ত পর্যটন কেন্দ্রগুলি । করোনার প্রকোপ কিছুটা কমলে খুলে দেওয়া হয় রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র গুলি। কিন্তু আগের মতন পর্যটকদের ভিড় দেখা যায় না। একই অবস্থা বাঁকুড়া জেলার “মুকুট-মনিপুর “পর্যটন কেন্দ্রেরও । মুকুট-মনিপুর -এর মুল আকর্ষণ নৌকা ভ্রমন । এখানে  পর্যটকরা আসেন নৌকায় চেপে বিস্তীর্ন জলা ভুমি পরিদর্শন করতে । এর ফলে এই এলাকায় রমরমিয়ে চলে নৌকার ব্যবসা । তবে বর্তমানে সেই ব্যবসাতেও ভাটা পড়েছে । অন্যান্য বছর ডিসেম্বর মাস থেকেই এই পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসতেন বহু পর্যটক । যার ফলে এই কটা মাস জমজমাট হয়ে উঠতো এই পর্যটন কেন্দ্র । সেইমতো নৌকা চালকরা ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন মাস এলাকায় ভিড় করতেন । এই সময় প্রায় ২০০ টি নৌকা পারে বাঁধা থাকত । তবে এবার সে সব কিছুই নেই ।ফলে মাথায় হাত নৌকা চালকদের। এই এলাকার বেশিরভাগ মানুষের রুজি রুটি মুকুট-মনিপুর পর্যটক কেন্দ্রকে ঘিরে। বর্তমানে এই অঞ্চলের পর্যটন শিল্প ভেঙে পড়ায় আগামী দিনে কি ভাবে চলবে তাই নিয়েই চিন্তায় রয়েছেন ।

About Post Author