Home » বারাসাতে তৃণমূল প্রার্থীদের প্রচারে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

বারাসাতে তৃণমূল প্রার্থীদের প্রচারে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

সময় কলকাতা ডেস্কঃ হাতে মাত্র আর কয়েকটা দিন। দোরগোড়ায় কড়া নাড়ছে পুরসভা নির্বাচন। পুরসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারকে পাখির চোখ করছে সমস্ত রাজনৈতিক দলের প্রাথীরা।

সোমবার বারাসাতের ২৪ নম্বর ওয়ার্ডের সুনীল মুখার্জী, ২৫ নম্বর ওয়ার্ডের পম্পি মুখার্জী, ২৬ নম্বর ওয়ার্ডের অভিজিৎ চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ডের প্রবীর বিশ্বাস, ৩০ নম্বর ওয়ার্ডের অশ্বিনী মুখার্জীর সমর্থনে প্রচার ও পথসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশ নেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগে বারাসাতের রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল সব কিছুরই খারাপ অবস্থা ছিল। আর এখন রূপ বদলেছে সেই হাসপাতালের। তিনি বলেন,”আগে বারাসাতে জমা জলের সমস্যা ছিল, এখন তৃণমূলের আমলে সেই সমস্যা নেই, ড্রেনেজ সিস্টেম উন্নত হয়েছে, মিটেছে পানীয় জলের সমস্যা।”

জনগণের উদ্দেশ্য সাংসদ বলেন, স্লোগানবাজী করে যারা এখানে ক্ষমতা আঁকড়ে ছিল, তারা বিগত দিনে এখানে কি করেছে। তৃণমূল আসায় বর্তমানে সুসজ্জিত বারাসাত পেয়েছেন এখানকার বাসিন্দারা। সেই নিরিখেই তারা ভোট দেবেন। পাশাপাশি তৃণমূলকে এই তত্বাবধানের দায়িত্ব দেওয়ার জন্য বারাসাতবাসীকে কৃতজ্ঞতাও জানান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আরও উন্নয়নমূলক কাজেরও প্রতিশ্রুতি দেন তিনি।

সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ড: কাকলি ঘোষ দস্তিদার বলেন,”উন্নয়নের প্রগতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর পরিশ্রমের ফলে আবার বিপুল ভোটে জয়ী হবেন তারা।” বামেদের তোপ করে সাংসদ বলেন, “গত পঁয়ত্রিশ বছরে তাঁদের আমলে কুকুর বিড়ালও হাসপাতালে যেত না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর এখানে মেডিকেল কলেজ হচ্ছে,সমস্ত রকমের আধুনিকিকরণ হয়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। ভালো পরিষেবা দিচ্ছেন চিকিৎসিকরা।” যেখানে যেখানে জলের সমস্যা রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে বলে সাংসদ আশ্বাস দেন।

অন্যদিকে প্রার্থী পম্পি মুখার্জী বলেন, “আমি এই ওয়ার্ডে আগেও জিতেছি,এবারও বিপুল সংখ্যক ভোটে জয়ী হব এটাই আমার আশা। বারাসাতে কেবল উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেবার জন্য আমরা পাশে আছি। আমাদের আসল উদ্দেশ্য এটাই। এর পাশাপাশি তিনি বলেন, “নিকাশির সামান্য সমস্যা রয়েছে ,সেটাও সমাধান হয়ে যাবে।” ক্ষমতায় এলে আরও কিছু নতুন নতুন কাজ হবে বলে জানান ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী পম্পি মুখার্জী।

About Post Author