সময় কলকাতা : সুষ্টু নির্বাচনের স্বার্থে অভিনব উদ্যোগ বসিরহাট মহকুমা শাসকের।রাজনৈতিক রঙ যাই হোক না কেন ভোটের ময়দানে রাজনীতিতে প্রত্যেক দল এক অন্যের পরিপূরক। তাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং এটাই হবে তাঁদের অঙ্গীকার এই বলে মহকুমা শাসকের দপ্তরে অঙ্গীকারবদ্ধ হলেন শাসক বিরোধী প্রত্যেকে।
প্রসঙ্গত, এবারের পুরসভা নির্বাচনে বসিরহাট মহকুমায় টাকি, বাদুড়িয়া ,বসিরহাট পুরসভা ভোট ২৭ ফেব্রুয়ারি। তিন পুরসভার মোট ৫৬টি আসনে নির্বাচন। এই আসনগুলিতে এবার শাসক বিরোধী মিলিয়ে ১৩৫ জন পদপ্রার্থী থেকে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন যাতে অবাধ ওশান্তিপূর্ন হয়, তাই ফুল মিস্টি দিয়ে পরস্পরের প্রতি অঙ্গীকার বদ্ধ হলেন শাসক বিরোধী দলের প্রার্থীরা।মহাকুমা শাসক মৌসম মুখোপাধ্যায়ের পৌরহিত্যে সরকারি আধিকারিক কল্যান বসুর উদ্যোগে প্রশাসনিক বৈঠক হয় মহকুমা শাসকের দপ্তরে।
মহকুমা শাসকের দপ্তরের প্রশাসনিক বৈঠকে তিনটি পুরসভার অবজারভার, রিটার্নিং অফিসার, ডিএসপি, ডিআইবি সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। ২২ থেকে ২৫ তারিখ এই তিনটি পুরসভার তিনজন অবজারভার মহকুমা শাসকের দপ্তরে বসবেন সকাল ১১টা থেকে । মহকুমা শাসকের অফিস থেকেই অবজারভাররা প্রার্থীদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
More Stories
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
মালদহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার শার্প শ্যুটার , মালদহকাণ্ডে গ্রেফতারির সংখ্যা ৮