সময় কলকাতা ডেস্ক: ফের দামোদরের মানাচরে বেআইনি পোস্ত চাষের সন্ধান পেল বাঁকুড়া জেলা আবগারি দপ্তর । এবার বড়জোড়া খানার পিংরুই মৌজায় দামোদরের মানাচরে অবৈধ পোস্ত চাষের সন্ধান পায়। ড্রোনের সাহায্যে এখানে অবৈধ পোস্ত চাষ হচ্ছে বলে সন্ধান পায় আবগারী দপ্তর। তারপরেই অভিযান চালিয়ে কয়েকশ বিঘা অবৈধ পোস্ত চাষ নষ্ট করে।
জেলা আবগারি দপ্তর ও বড়জোড়া থানার আইসির নেতৃত্বে এদিন দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে স্পীড বোট নিয়ে মানাচরে পৌঁছান আবগারি দপ্তরের কর্তারা । তাঁদের সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী।ট্রাক্টর চালিয়ে এই পোস্তগাছগুলি নষ্ট করে।আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর বিশ্বজিৎ ভক্ত বলেন, এদিন আনুমানিক ৬০ বিঘা খাস জমিতে প্রায় ৯ লাখ পোস্ত গাছ নষ্ট করা হয়েছে ট্রাক্টর ও শ্রমিক দিয়ে। তিনি জানিয়েছে এই অভিযান চলবে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের শুরু থেকেই জেলায় বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে নামে আবগারি দপ্তর। মেজিয়া ও বড়জোড়া থানার দামোদর নদ লাগোয়া একাধিক জায়গায় অভিযান চালিয়ে কয়েকশো একর বেআইনি পোস্ত গাছ ট্রাক্টর দিয়ে মাড়িয়ে ও ঘাসকাটা মেশিন দিয়ে কেটে নষ্ট করে দেয়।ফের নতুন করে পোস্ত চাষের সন্ধান পাওয়ার পর মানাচরেও পোস্ত চাষ নষ্ট করা হয়।
More Stories
Ratua Viral Video: রতুয়ায় সালিশি সভায় মহিলাকে বেঁধে মারধর, ভাইরাল ভিডিও শেয়ার করে সমাজমাধ্যমে সরব বিরোধী দলনেতা
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর