সময় কলকাতা ডেস্ক: স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে অস্বাভাবিক মৃত্যু স্বামীর। মৃত ব্যক্তির নাম সুশান্ত মিস্ত্রি(৪০)। চুঁচুড়ার রবীন্দ্রনগর পশ্চিম পাড়া এলাকার ঘটনা।জানা গিয়েছে, প্রায় ২০ বছর ধরে শ্বশুর বাড়িতেই থাকত সুশান্ত। দুই মেয়ে, স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। চুঁচুড়ার শ্বশুর বাড়িতেই রয়েছে মিষ্টির দোকান।
স্থানীয়দের অভিযোগ, স্বামীকে বিষ খাইয়ে রেখে দিয়েছিল স্ত্রী সাথী মিস্ত্রি। কোন চিকিৎসা করায়নি। গত বুধবার বিষ খেয়েছিল বলে জানা যায়। রবিবার তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আজ সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।তারপরই স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে পড়ে। বাড়ি ঘিরে বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষ। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ এলাকায় হাজির হলে পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।
বাসিন্দাদের শান্ত করে চুঁচুড়া থানার পুলিশ পরিবারের লোকজনকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাথী মিস্ত্রির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এক ব্যক্তির। তা নিয়েই এক সপ্তাহ আগে দুজনের মধ্যে ঝামেলা হয়। এরপরেই পরিকল্পনা মাফিক সাথী মিস্ত্রি স্বামীকে বিষ খাইয়ে খুন করেছে অভিযোগ আন্দোলনে সামিল হওয়া বাসিন্দাদের।
More Stories
বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানউতোর , দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী , সুকান্তর বাড়িতে বৈঠকে শুভেন্দু
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে
নদীর জলে ক্যান্সারের বীজ!: আইসিএমআর