জয়ন্ত দাস, সময় কলকাতা বীরভূম : ফের সিবিআইয়ের ডাক এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা কারণে শুক্রবার তিনি বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগেও, সিবিআইয়ের সমন পেয়েই অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷ প্রসঙ্গত, গোরু পাচার কাণ্ডে এদিন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দ্বিতীয়বারের নোটিশ দিয়ে হাজিরা নির্দেশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু , শারীরিক অসুস্থতা কারণে তাঁর বদলে দপ্তরে হাজিরা দেন তাঁর আইনজীবী।
হাসপাতাল সূত্রে খবর শ্বাসকষ্ট জনিত কষ্টসহ একাধিক সমস্যা রয়েছে অনুব্রতর।এদিন তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সুপার বুদ্ধদেব মুর্মু নেতৃত্বে গঠিত চিকিৎসকরা প্রায় দুই ঘন্টা ধরে তাঁকে পর্যবেক্ষণে রাখে। প্রায় দু ঘন্টা পর্যবেক্ষনে রাখার পর চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেন। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন অনুব্রত ।এর আগেও সিবিআই-এর তলব পেয়ে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত। হাজিরা এড়াতেই অনুব্রত মণ্ডলের এই নাটক দাবি বিরোধীদের।
More Stories
জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার
চলতি বর্ষার জলে ডুবে শতাধিক স্কুল, সিলেবাস শেষ হবে তো?
হিন্দমোটরকে ঘিরে আশার আলো, মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি হবে