সময় কলকাতা ডেস্কঃ পুরভোটে পুনর্নির্বাচন চেয়েছেন খোদ রাজ্যপালও। নজিরবিহীন এই দাবিকে হাতিয়ার করছে বিরোধীরা। সেই আবহে, মঙ্গলবার গড়িয়াহাটে একটি অনুষ্ঠানে রাজ্যপালকে ফের আক্রমন করল শা্সক দল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বলেন রাজ্য সরকার সব সময় সংবিধান মেনই কাজ করছে। বরং রাজ্যপাল নিজে সংবিধান মানছেন কিনা উনি বিচার করুন। শিব রাত্রির দিনে রাজ্যপাল জগদীপ ধনকড়, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে গিয়েছেন। সেই কথা শোনাতেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষ করতে ছাড়লেন না। তৃণমূলের জাতীয় স্তরের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি তথাগত রায় এখন বিজেপির নেতা।আর উনি প্রায়ই তাঁর দলের বিরুদ্ধে প্রকাশ্যে নানান কথা বলছেন। তাই শিবরাত্রির দিনকে বেছে নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মাঝে মাঝে মাথা গরম করে দলের বিরুদ্ধে উল্টো পাল্টা বলা বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে গিয়ে শিবরাত্রির দিনে ওনার মাথায় জল ঢেলে আসেন।যাতে তথাগত রায়ের মাথা ঠান্ডা থাকে।
কাঁথি পুরসভার ভোট গণনা স্থগিত রাখার জন্য বিজেপির আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট, তা জানিয়ে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যে সংবিধান মেনে পুরভোট হয়েছে।নিরপেক্ষ ভাবে রাজ্য নির্বাচন কমিশন ভোট করিয়েছে।দেশের সংবিধান প্রতিটি প্রতিষ্ঠানের এরিয়া ও স্বাধীনতা নির্দিষ্ট করে দিয়েছে।তাই ওদের আবেদন হাইকোর্ট যথার্থ কারনেই বাতিল করে দিয়েছে। মত চন্দ্রিমা ভট্টাচার্যের।
এই দিন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী বলেন এটা একটা অত্যন্ত হাস্যকর ব্যপার,কথায় কথায় হাইকোর্টের কাছে ওরা চলে যাচ্ছে।হাইকোর্টে সুবিচার পাওয়ার অধিকার সবার আছে।যে কোন রাজনৈতিক দলের ও যে কোন ব্যক্তির ।রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী ও বর্তমান নগরোন্নয়ন মন্ত্রী বলেন,” বুঝতে হবে তো, হাইকোর্ট কেন নিরপেক্ষ ভাবে রাজ্য নির্বাচন কমিশন পরিচালিত করা নির্বাচন প্রক্রিয়াতে হস্থক্ষেপ করতে যাবে”। পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাজ্য নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করেছে , তাকে সাধুবাদও জানান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্য সংবিধান মেনেই কাজ করছে,রাজ্যপাল সংবিধান মানছেন কিনা উনি বিচার করুন,কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের


More Stories
‘BLO এবং BLA-দের হাতে নথি দেওয়ার প্রয়োজন নেই’ সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন
কেন নদীর পাশে চলতে থাকা ওয়েব সিরিজের শুটিং বন্ধ করল পুলিশ-প্রশাসন? আপত্তিকর কী ছিল শুটিং ঘিরে?
ভারী বৃষ্টি : উত্তরবঙ্গে সোনালী স্বপ্ন ডুবেছে জলের তলায়