Home » মুখ ফিরিয়ে নিল আন্তর্জাতিক ক্রীড়ামহল, কাতার ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়াকে বহিস্কার ফিফার

মুখ ফিরিয়ে নিল আন্তর্জাতিক ক্রীড়ামহল, কাতার ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়াকে বহিস্কার ফিফার

আবুল কায়ুম, সময় কলকাতার ডেস্ক :ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অমানবিক আক্রমনের ফল স্বরূপ ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়ামহল। শান্তির বার্তার পাশাপাশি  রাশিয়াকে খেলার ময়দানে সব থেকে বড় ধাক্কা দিল ফিফা ও উয়েফা। তারা অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার জাতীয় দল ও রাশিয়ান ক্লাবগুলিকে নির্বাসিত করার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের ওপর  আক্রমণের প্রতিবাদে রাশিয়ার ফুটবলারদের বিশ্বকাপ ও ইউরোপীয় কাপ থেকে বহিস্কৃত করল ফিফা ও উয়েফা।এর আগে  আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনকে আহবান জানায় রাশিয়াকে নিষিদ্ধ করার । সেই ডাকে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেয় ফিফা ও উয়েফা এই দুই আন্তর্জাতিক সংস্থা। ফিফা থেকে নিষিদ্ধ হওয়ায় ফলে আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফাইং প্লে-অফে খেলতে নামার কথা ছিল রাশিয়ার।  সেই ম্যাচে মাঠে নামতে পারবে না রাশিয়া। সুতরাং, তাদের সামনে বন্ধ হয়ে যাবে বিশ্বকাপের দরজা।  rasya-samaykolkataএর আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সব আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলির কাছে আর্জি জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়, কর্মকর্তা এবং দলগুলিকে যেন বহিষ্কার করা হয়। এই পরিপ্রেক্ষিতেই রাশিয়াকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা এবং উয়েফা। আগামী জুলাই মাসে ইংল্যান্ডে মেয়েদের যে ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপ হচ্ছে সেখানেও রাশিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে সুইডেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড। সুতরাং এখানেও জারি থাকবে একই নির্দেশ।

ফিফা এবং উয়েফা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ,ফিফা এবং উয়েফা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়ার কোনো জাতীয় এবং ক্লাব দল ফিফা ও উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না। পরবর্তী বি়জ্ঞপ্তি জারি না করা পর্যন্ত নির্বাসনের এই সিদ্ধান্ত জারি থাকবে ।

About Post Author