সময় কলকাতা ডেস্ক : ইউক্রেনের রাজধানী খারকিভের বাঙ্কারে ভারতীয় পড়ুয়া। কেন্দ্রের কাছে উদ্ধারের কাতর আর্তি নিয়ে ভিডিও বার্তা।
ইউক্রেন সীমান্তে ঘন্টার পর ঘন্টা আটকে কয়েক হাজার ভারতীয়। তার মধ্যে পড়ুয়া বেশী।সীমান্তে মাইনাস টেম্পারেচারে এক প্রকার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে তারা। সেই খবর আমরা দেখিয়েছি।এরই মাঝে খোদ ইউক্রেনের রাজধানী শহর খারকিভের বাঙ্কার থেকে ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের কাতর আর্তি জানাল বাংলা ও উত্তর প্রদেশের পড়ুয়ারা। সেই ভিডিও বার্তায় ধূপগুড়ির বাসিন্দা আশিষ বিশ্বাস জানান, যুদ্ধ শুরুর পর থেকে তাঁরা তিনজন বাঙ্কারের আশ্রয় নেয়। প্রথম দিকে তাঁরা তিনজন ভারতীয় ছিল এই বাঙ্কারে অন্যান্য ইউক্রেনের সাধারণ বাসিন্দাদের সঙ্গে। পরে আরো পাঁচ ভারতীয় পড়ুয়া আশ্রয় নেয় এই বাঙ্কারের। মোট আটজন ভারতীয় পড়ুয়া খারকিভে এই বাঙ্কারে আটকে আছে বলে জানায় তাঁরা ঐ ভিডিও বার্তায়।
তাঁদের দাবী মাটির বেশ কয়েক ফুট নিচের বাঙ্কারে কোন রকমে পড়ে রয়েছেন তারা।সঞ্চয়ের থাকা খাবার এক প্রকার শেষ।খাবার জলের সমস্যা ক্রমশ বাড়ছে বলে তারা জানিয়েছেন। নেই খাবার, নেই জল।
ভিডিও বার্তায় ঐ পড়ুয়ারা জানান, বাইরে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর মাটির নিচে বাঙ্কার থাকা সত্বেও ভেসে আসছে গুলি বোমার শব্দ।পরিস্থিতি ভয়ানক।
ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী খারকিভকে চারদিক দিয়ে ঘিরে ধরে আক্রমণের তেজ বাড়িয়েছে রাশিয়া।রকেট,মিসাইল আর সাঁজোয়া গাড়িতে রাশিয়ার আক্রমনকে কোন রকমে প্রতিহত করার চেস্টায় ইউক্রেন। যুদ্ধ বিরতি ও শান্তির আলোচনার প্রথম চেষ্টার কোন সুফল মেলেনি।তীব্র লড়াইয়ের মাঝে,ভারতীয় পড়ুয়াদের কাতর আর্তি সরকার তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুক।
More Stories
এবার নিশানায় প্রবাসী ভারতীয়রা !’অবৈধভাবে থাকলে…’, কড়া হুঁশিয়ারি আমেরিকার
পহেলগাঁও জঙ্গি হামলার আবহে ‘অ্যাকশন মোডে’ গুজরাট পুলিশ, আটক ৭০০ বাংলাদেশি!
এবছর শুরু হতে চলেছে মানস সরোবর যাত্রা