Home » অবশেষে অধিকারী গড় কাঁথি পুরসভা দখলে রাখল জোড়াফুল শিবির

অবশেষে অধিকারী গড় কাঁথি পুরসভা দখলে রাখল জোড়াফুল শিবির

সময় কলকাতা ডেস্কঃ  এদিকে পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী গড় কাঁথি পুরসভা দখলে রাখল জোড়াফুল শিবির। এর আগে নন্দীগ্রাম বিধান সভা আসনটি দখলে রেখে ছিল শুভেন্দু অধিকারি। ২০১২সের বিধানসভা  নির্বাচনে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই আসনে হেরে যাওয়ার পরই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি কন্টাই কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ হারাতে হয় শুভেন্দু অধিকারীকে। শেষ পর্যন্ত প্রায় ৭ বছর পর কাঁথি পুরসভার নির্বাচন ছিল তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। রাজ্যের সবার নজর ছিল এই পুরসভার ওপর। অবশেষে তৃণমূল কংগ্রেস কাঁথি পুরসভাটি দখলে রাখতে সমর্থ হল।

  •  কাঁথি পুরসভায় – ২১ টি 
    তৃণমূল – ১৭
    বিজেপি -৩
    নির্দল -১
  • ২ এগরা পৌরসভা -১৪
    তৃণমূল ৭ 
    বিজেপি ৫
    কংগ্রেস ১
    নির্দল ১
    ফলাফল  ত্রিশঙ্কু
  • ৩ তাম্রলিপ্ত পৌরসভার আসন  ২০
    তৃণমূল ১৮ টিতে জয়ী
    বিজেপি জয়ী  ২ আসনে

পাশাপাশি ঝাড়গ্ৰাম পৌর নির্বাচনে বড় ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ১ টি তে জয়ী সি পি আই ও একটিতে জয়ী নির্দল প্রার্থী।ঝাড়গ্ৰাম পৌরসভার ১ নং ওয়ার্ডে জয়ী সি পি আই প্রার্থী ছবি দাস ও ১৬ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী নবু গোয়ালা জয়ী। ঝাড়গ্রাম পৌরসভার ব্যাপক ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়ী হতে সবুজ আবির নিয়ে উল্লাসে মাতলেন তৃনমূল কংগ্রেসের কর্মী সর্মথকরা।

About Post Author