Home » তীব্র দাবদাহ, স্কুল কলেজে ছ’দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

তীব্র দাবদাহ, স্কুল কলেজে ছ’দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিল :

তীব্র দাবদাহ, গরমে পুড়ছে বঙ্গ আর মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত স্কুল ও কলেজের আপৎকালীন গরমের জন্য ছ’দিনের ছুটি ঘোষণা করেই দিলেন।রাজ্য সরকারি নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  জানিয়ে দিলেন  দাবদাহের কারণে আগামী ছয়দিন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাজ্যসরকারের নির্দেশ অনুযায়ী,সোমবার থেকে শনিবার বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনপাঠন।

দক্ষিণ বঙ্গ জুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ। বছরের শুরুতেই রাজ্যের প্রায় ১৫ টি জেলার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে। রাজ্যজুড়ে কার্যত লু বইছে। এমত পরিস্থিতিতে সামনের সপ্তাহের সোমবার থেকে রাজ্যের প্রতিটি স্কুল কলেজে ছুটি ঘোষণা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত কিছুদিন আগেই ২রা মে থেকে গ্রীষ্মের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। প্রাথমিক শিক্ষা পরিষদ এবং মধ্য শিক্ষা পরিষদকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তর থেকে। শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই নির্দেশিকায়। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ঘোষণা করেছেন আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণার সময় জানিয়েছেন, সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, গরমের জন্য বাধ্য হয়ে সাময়িক ছুটির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সকাল ১১ টা থেকে বিকেল ৪টের মধ্যে সবাইকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ছুটির, অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে ১৯ এপ্রিল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপ প্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। বাতাসে আদ্রতার অভাব থাকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আবহাওয়া দপ্তর কিছুটা হলেও স্বস্তির বাণী শুনিয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে বঙ্গের মধ্যে প্রবেশ করবে সাগর থেকে আসা জলীয় বাষ্প ,ফলে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলেই মত আবহাওয়া দপ্তরের।।

About Post Author