Home » Swati Maliwal: স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে গ্রেফতার কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব কুমার

Swati Maliwal: স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে গ্রেফতার কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব কুমার

সময় কলকাতা ডেস্ক, ১৮ মেঃ আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে গ্রেফতার কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব কুমার। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিনই বৈভব কুমারকে দিল্লির তিসহাজারি আদালতে তোলা হবে। জানা গিয়েছে, এদিন বৈভবকে গ্রেফতারের সময় আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডাও দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন। তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় বৈভবকে। এদিকে, চোখের চিকিৎসা করে দেশে ফিরে এদিন কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে বিপদে পড়ে যান দলের আর এক নেতা রাঘব চাড্ডাও। এদিকে, স্বাতী মালিওয়ালকে নিগ্রহের ঘটনায় শনিবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, ‘ একজন অপরাধী বিভব কুমারকে আস্তানা দিচ্ছেন একজন মুখ্যমন্ত্রী! অরবিন্দ কেজরিওয়ালের ছাতার তলায় নিশ্চিন্তে ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।’

আরও পড়ুন  Sheikh Shahjahan: সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

প্রসঙ্গত, আপ সাংসদ স্বাতী মালিওয়ালের অভিযোগ, তাঁকে একাধিকবার মারধর করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বৈভব কুমার। এমনকী তাঁর শ্লীলতাহানিও করেছেন তিনি। এই ঘটনায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। এসবের মাঝেই একটি ভিডিও করে আম আদমি পার্টি। যেখানে বলা হয়েছে, আম আদমি পার্টির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে তাঁকে মারধরের অভিযোগ তুলেছেন স্বাতী। পুলিশের কাছে দায়ের করা এফআইআরে বিস্ফোরক মন্তব্য করেন আপ সাংসদ স্বাতী। অভিযোগ, ঋতুস্রাব চলাকালীন পেটে লাথি মেরেছেন কেজরিওয়ালের আপ্তসহায়ক। মুখ্যমন্ত্রীর বাড়িতে কীভাবে তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে, সমস্ত বিবরণ উল্লেখ করে এফআইআর দায়ের করেন স্বাতী।

কিন্তু এই ঘটনার পরই একটি ভিডিও প্রকাশ্যে আনে আপ। যেখানে শোনা গিয়েছে, জোর করে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে জোর করে প্রবেশ করতে চাইছিলেন স্বাতী। কিন্তু নিরাপত্তারক্ষীরা বারবার তাঁকে চলে যাওয়ার অনুরোধ জানান। জানা গিয়েছে, এক নিরাপত্তারক্ষীকে নেড়া বলে সম্বোধন করেন স্বাতী। তাতেই পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। এই ভিডিও দেখিয়েই আপের দাবি, বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করেছেন স্বাতী। যদিও স্বাতীর পালটা যুক্তি, গোটা ঘটনার সঙ্গে এই ভিডিওর কোনও সম্পর্ক নেই। এসবের মাঝেই এবার স্বাতীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব কুমার।

#SwatiMaliwal

#স্বাতীমালিওয়াল

#দিল্লিরমুখ্যমন্ত্রীঅরবিন্দকেজরিওয়াল

#জাতীয়মহিলাকমিশন

#রাঘবচাড্ডা

About Post Author