Home » Saul Crespo: ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি করলেন তারকা ফুটবলার

Saul Crespo: ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি করলেন তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ১১ জুনঃ জল্পনার অবসান। আগামী মরশুমেও লাল-হলুদ জার্সিতেই দেখা যাবে সল ক্রেসপোকে। আগামী দুই বছরের জন্য স্প্যানিশ তারকা মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। ২০২৫-২৬ মরশুম পর্যন্ত চুক্তিবৃদ্ধি হল তাঁর।

ওড়িশা এফসিতে নজরকাড়া পারফরম্যান্সের সৌজন্যে গত মরশুমে সল ক্রেসপোকে দলে নেয় ইস্টবেঙ্গল। কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাতের যোগদানের পর তাঁর পছন্দেই এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নেওয়া হয়। প্রথম বছরে কলকাতার অন্যতম প্রধান ইস্টবেঙ্গলের হয়ে বেশ ভালই খেলেন ক্রেসপো। প্রায় এক যুগ পর ইস্টবেঙ্গল তাঁবুতে ঢোকে জাতীয় স্তরের কোনও ট্রফি। কলিঙ্গ সুপারকাপ জয় করে মশাল শিবির। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্রেসপো। মাঝমাঠকে নিয়ন্ত্রণ করতে তিনি পারদর্শী। তাঁর বাড়ানো সেন্টার থেকে একের পর এক গোল করেছেন ক্লেইটন সিলভারা। কম দিনের মধ্যে কোচ-সমর্থকদের আস্থাভাজন হয়ে উঠতে সফল হন ক্রেসপো। তাঁক সঙ্গে ক্লাব চুক্তিবৃদ্ধি করায় খুশি কোচ কার্লেস কুয়াদ্রাতও। তিনি জানিয়েছেন, ““সল ক্রেসপো এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। গত বছর ও দুর্দান্ত ফুটবল খেলেছে। সল মাঝমাঠের দখল নিতে পারলেই আমাদের আক্রমণের তীব্রতা বাড়ে। আক্রমণভাগের ফুটবলাররা গোলের সুযোগ পায়। আর তাতেই চাপ বাড়ে বিপক্ষের রক্ষণে।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: অর্শদীপ সিংয়ের উদ্দেশ্যে আপত্তিজনক মন্তব্য, সমালোচনায় বিদ্ধ প্রাক্তন পাক ক্রিকেটার

আরও পড়ুনঃ T20 World Cup: মার্করামের অবিশ্বাস্য ক্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুনঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তিবৃদ্ধিতে খুশি ২৭ বছর বয়সি তারকা ফুটবলারও। তিনি জানিয়েছেন, “ ইস্টবেঙ্গল একটি ঐতিহাসিক ক্লাব। এই ক্লাবে আমার সফর চলবে। সেটা ভেবে আমি আনন্দিত। এই ক্লাব এখন আমার কাছে পরিবার। সমর্থকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমি চাই, তারা আগামীদিনে এভাবেই আমাকে সমর্থন করুক।”

গত মরশুমে দারুণ খেলেন সল। মোট সাতটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। শুধু তাই নয় কলকাতা ডার্বিতেও দুরন্ত গোল রয়েছে স্প্যানিশ ফুটবলারের। এই মরশুমে তাঁকে দলে পেতে আগ্রহী ছিল আইএসএলের অনেক ক্লাব। কিন্তু তিনি ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সিদ্ধন্ত নেওয়ায় খুশির হাওয়া ইস্টবেঙ্গল শিবিরে।

About Post Author