স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুলাইঃ প্রত্যাশামতই কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা । কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। একের পর এক পেনাল্টি বাঁচিয়ে লা আলবিসেলেস্তেদের জয়ের নায়ক হয়ে উঠলেন এমিলিয়ানো মার্টিনেজ।
তাঁর বাঁ পায়ে ভর করে অনেক কঠিন বৈতরণী পার করেছে আর্জেন্টিনা । গত প্রায় পনেরো বছরে নিয়মিত গোল করে দলকে নির্ভরতা দিয়েছেন আধুনিক ফুটবলের রাজপুত্র। কিন্তু চলতি কোপা আমেরিকায় এখনও নিজের গোলের খাতা খুলতে পারেননি লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধেও পারলেন না। কিন্তু আজ থেকে দশ বছর আগের আর্জেন্টিনা দলের সঙ্গে এই দলের ফারাক জমিন আশমানের। একটা সময় যেই দল মেসি নির্ভর ফুটবলে অভ্যস্ত হয়ে উঠেছিল, এখন সেই দলকে নির্ভরতা দেওয়ার লোকের অভাব নেই। তাই গোটা প্রতিযোগিতায় এলএমটেন গোল না পেলেও জিততে সমস্য হয়না দলের।
শুক্রবার টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। বিশ্ব চ্যাম্পিয়নদের এক ইঞ্চিও জমি ছাড়েনি ইকুয়েডর। বল দখলে রাখা থেকে গোলমুখী শট নেওয়া সব বিভাগেই কড়া প্রতিদ্বন্দ্বীতার মুখোমখি হতে হয় মেসিদের। ৩৪ মিনিটে গোল পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই বলে হেড করে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
আরও পড়ুনঃ Catches in Cricket Match: ক্যাচেস উইন ম্যাচেস
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল ইকুয়েডর। বক্সের মধ্যে রড্রিগো ডি পলে হাতে বল লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু গোল করতে পারেননি এনার ভ্যালেন্সিয়া। নিজেদের এক গোলের ব্যবধান ধরে রাখে আর্জেন্টিনা। ৯০ মিনিটে গোল শোধ করতে পারেনি ইকুয়েডর। ম্যাচের সংযুক্তি সময়ে ইকুয়েডরকে খেলায় ফেরান কেভিন রড্রিগেজ। জন ইবোয়ার সেন্টার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। আর্জেন্টিনা শিবির অফসাইডের আবেদন জানালেও রেফারি তা বাতিল করে দেন। নির্ধারিত সময়ের পর ম্যাচ শেষ হয় ১-১ গোলে। কোপার নিয়ম অনুসারে নির্ধারিত সময়ে ফয়সলা না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
আর্জেন্টিনার হয়ে প্রথম শট বাইরে মারেন লিওনেল মেসি। কিছুটা চাপে পড়ে গেলেও জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। সৌজন্যে ডিবু মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে যিনি নায়ক হয়ে উঠেছিলেন। এই ম্যাচেও বিশ্বস্ত হাতে আটকে দেন ইকুয়েডরের প্রথম দুটি পেনাল্টি। তাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন মেসিরা।
More Stories
হায়দরাবাদের পাঁচ তারা হোটেলে আগুন! ওই হোটেলেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ টিম
সাফল্য পাবেন অধিনায়ক ধোনি? চেন্নাই-কলকাতা ম্যাচ বাজিমাত করবেন কে?
ফের দিবালোকে প্রকাশ্যে বালি চুরির ঘটনা মালদায়