সময় কলকাতা ডেস্ক, ৭ জুলাইঃ ফের চোর সন্দেহে ভাঙড় থানা এলাকায় এক ব্যক্তিকে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। চোর সন্দেহে ওই ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করে। এরপর ওই ব্যক্তি বেহুঁশ হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ব্যক্তির নাম আজগার মোল্লা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানা এলাকার অন্তর্গত ভাঙড় বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও।
আরও পড়ুন গুজরাটের সুরাটে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় বাজারে প্রতিদিন চুরির ঘটনা বাড়ছিল। এহেন পরিস্থিতিতে রবিবার এলাকারই বাসিন্দা আজগর মোল্লা নামে একজনকে চোর সন্দেহে ধরা হয়। তারপর তাঁকে বেঁধেও রাখা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন মিলে তাঁকে মারধর করায় অসুস্থ হয়ে পড়ে আজগার। দীর্ঘক্ষণ ওই অবস্থাতেই পড়ে থাকে সে। দেহ দীর্ঘক্ষণ পরে থাকলেও পুলিশ আসেনি বলেও শোনা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দেহ একই অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন আজগরের বাড়ির লোকজনও। তাঁরা যদিও বলছেন, কী থেকে ঘটনার সূত্রপাত তাঁরা কিছুই জানেন না। এদিকে, ভরা বাজারে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও কেন পুলিশ এল না সেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, আজগারের দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ডিসি ভাঙড় সৈকত ঘোষকে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ প্রথমে আজগারকে কয়েকজন মিলে চড় থাপ্পড় মারতে শুরু করে। এরপর কিছুক্ষণের জন্য বেহুঁশ হয়ে যায়। আমরা ভেবেছিলাম নেশা করেছে বলে ওরকম ভাবে পড়ে রয়েছে। কিছুক্ষণ পর ঠেলাঠেলি করে দেখা যায় আর উঠছে না। এরপরেই ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
#Latestbengalinews
# BhangarPoliceStation
More Stories
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে
কলকাতার অন্তর্গত পুর-স্কুলে বসে মদের আসর, ‘কি উচ্চ সংস্কৃতি!’
মুর্শিদাবাদে চার দেশি পিস্তল-পাইপগান, কার্তুজ-সহ ধৃত ৩! এ যেন আগ্নেয়াস্ত্রের আতুঁরঘর