স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুলাইঃ কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া । প্রতিযোগিতার চার নম্বর দল হিসেবে শেষ চারে পৌঁছে গেলেন হ্যামেজ রড্রিগেজরা। রবিবার পানামাকে তাঁরা শুধু হারালেন না পাঁচ গোলের মালা পরালেন। এই নিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকার নজিরও গড়ল কলম্বিয়া। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে উরুগুয়ের। রবিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছেন ডারউইন নুনেজরা। অন্যদিকে প্রথম সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখ কানাডা।
খাতায় কলমে পানামার থেকে এগিয়েই শুরু করেছিল কলম্বিয়া । ম্যাচের শুরু থেকে সেই দাপটেই শুরু করে তারা।খেলা শুরুর ৮ মিনিটের মধ্যে কলম্বিয়াকে এগিয়ে দিয়েছিলেন জন কর্ডোবো। হ্যামেজ রড্রিগেজের কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। ১৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় কলম্বিয়া। জন আরিয়ান্সকে নিজেদের বক্সে ফাউল করেন পানামার গোলরক্ষক অরল্যান্ডো মসকুয়েরা। পেনাল্টি পায় কলম্বিয়া। স্পট কিক থেকে গোল করে ২-০ করেন অভিজ্ঞ রড্রিগেজ। ৪১ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন লুই দিয়াজ। এবারেও গোলের বলটি তৈরি করে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।
আরও পড়ুনঃ Copa America 2024 : দশজনের উরুগুয়ের কাছে হেরে কোপার কোয়ার্টার থেকে বিদায় ব্রাজিলের
আরও পড়ুনঃ Mohun Bagan : দ্বিতীয় ম্যাচেও জয় এল না, কলকাতা লিগের শুরুতেই ব্যাকফুটে মোহনবাগান
প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে থাকায় একপ্রকার হার স্বীকার করে নেয় পানামা। যদিও দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখেন রড্রিগেজরা। গতিতে বিপক্ষ শিবিরকে দিশেহারা করে দেন তাঁরা। এই ম্যাচের আগে টানা ২৬ ম্যাচে হারের মুখ দেখে নি নেস্টর লরেঞ্জোর ছেলেরা। তাদের আটকানোর চেষ্টা করেও সফল হল না পানামা। ৭০ মিনিটে আবার ব্যবধান বাড়ায় লস ক্যাফেটেরোসরা। ড্যানিয়েল মুনোজের পাস থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন রিচার্ড রিয়োস। সংযুক্ত সময়ে আবার পেনাল্টি হজম করে পানামা। সেখান থেকে গোল করে স্কোরবোর্ড ৫-০ করেন মিগুয়েল বোরহা।
More Stories
হায়দরাবাদের পাঁচ তারা হোটেলে আগুন! ওই হোটেলেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ টিম
সাফল্য পাবেন অধিনায়ক ধোনি? চেন্নাই-কলকাতা ম্যাচ বাজিমাত করবেন কে?
ফের দিবালোকে প্রকাশ্যে বালি চুরির ঘটনা মালদায়