স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুলাইঃ কলকাতা লিগে ফের পয়েন্ট নষ্ট মোহনবাগান সুপার জায়ান্টসের। শনিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে রেনবো এসির সঙ্গে ড্র করল সবুজ মেরুন ব্রিগেড। খেলার ফলাফল ২-২। ম্যাচের প্রথমার্ধে সুহেল ভাটের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু বিরতির আগে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করতে হয় সবুজ মেরুন ব্রিগেডকে।
খেলার শুরু থেকেই ম্য়াচের রাশ ছিল মোহনবাগান ফুটবলারদের দখলে। মাঝমাঠের দখল নিয়ে আক্রমণে উঠছিলেন টাইসন, সুহেলরা। প্রান্ত বদল করে রেনবোর রক্ষণে চাপ বাড়াতে থাকেন তাঁরা। ফলও মেলে। ১৪ মিনিটের মাথায় গোলের খাতা খোলে সবুজ মেরুন শিবির। গোল করে দলকে এগিয়ে দেন কাশ্মীরের ফুটবলার সুহেল ভাট। গত মরশুমে কলকাতা লিগের দুই পর্বে অনেক গোল করেছিলেন সুহেল। কিন্তু এবারে এখনও তাঁর পা থেকে গোল দেখা যায়নি। শনিবার যদিও গোল পেলেন তিনি। তবে গোলটি এল তাঁর মাথা থেকে। হেড করে দলকে এগিয়ে দিলেন। গোলের পর প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুকরণে গোল উদযাপনও করেন সুহেল। ২৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটিও এল তাঁর কাছ থেকেই। বক্সের বাইরে থেকে টাইসনের ফ্রি-কিকে আবার হেড করে বল জালে জড়িয়ে দেন। এই সময় মনে হচ্ছিল মরশুমের প্রথম জয়টি এদিনই পাবে মোহন শিবির। জিতবে বড় ব্য়বধানে।
কিন্তু প্রথমার্ধের শেষে ৫ মিনিটের ঝড়ে বাগানের পালতোলা নৌকাকে দিশেহারা করে দেয় রেনবো। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে অনবদ্য় ফ্রি-কিকে গোল করেন রেনবো অধিনায়ক সৌরভ দাশগুপ্ত। চেষ্টা করেও সেই বল বাঁচাতে পারেননি মোহনবাগানের গোলরক্ষক রাজা বর্মণ। এক গোল শোধ করে আক্রমণে চাপ বাড়ায় রেনবো। সেই চাপ সামাল দিতে পারেনি মোহনমবাগানের অনভিজ্ঞ ফুটবলারেরা।বক্সের মধ্যে রাজেন বর্মণকে ফাউল করে বসেন সায়ন দাস। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি রাজেন। দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠেছিল। ম্যাচে প্রভাব বেশি ছিল মোহনবাগানেরই। কিন্তু আর গোলের দেখা পায়নি তারা। রেনবোর তিন কাঠির তলায় অনবদ্য খেলেন মোহনবাগানের প্রাক্তনী শিল্টন পাল। রক্ষণে নজর কাড়েন আর এক মোহনবাগানের প্রাক্তনী কিংশুক দেবনাথও। টাইসন, ফার্দিন, সুহেলরা বারবার আক্রমণে উঠলেও আটকে গেলেন রেনবোর অভিজ্ঞতার কাছে। ভবানীপুরের পর রেনবোর বিরুদ্ধেও ড্র করেই মাঠ ছাড়তে হল মোহনবাগানকে।
More Stories
বোর্ডের নতুন ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ বিরাটের!
হঠাৎ কি এমন হলো বেতন কমছে বিরাট-রোহিত-জাডেজার?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের ধাক্কা, ODI ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ!