স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুলাই: প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া, তারপর কোনরকমে সেই গোল শোধ করে ম্যাচে ফেরা। চলতি ইউরো কাপে অভ্যাসে পরিণত করে ফেলেছে ইংল্যান্ড । প্রি কোয়ার্টার ফাইনালে অনামী স্লোভেনিয়ার বিরুদ্ধেও এইভাবে জয় এসেছিল থ্রি লায়ন্সদের। সেই ম্যাচে দলকে ভরাডুবির হাত থেকে উদ্ধার করেছিলেন জুড বেলিংহাম। শনিবারের কোয়ার্টার ফাইনালে গ্যারেথ সাউথগেটের দলের রক্ষাকর্তা হিসেবে অবতীর্ণ হলেন বুকায়ো সাকা। পিছিয়ে পড়েও আর্সেনাল তারকার দুরন্ত গোলে ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড । নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল গতবারের ফাইনালিস্টরা।
ইংল্যান্ড দলে তারকার ছড়াছড়ি। তাদের রিজার্ভ দলও টেক্কা দিতে পারে ইউরো কাপে অংশ নেওয়া বাকি দলকে। কিন্তু এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ছন্দে দেখা যাচ্ছে না থ্রি লায়ন্সদের। কোয়ার্টার ফাইনালেও সুইসদের বিরুদ্ধে ভীষণ সাদামাটা ফুটবল উপহার দিলেন হ্যারি কেনরা। প্রথমার্ধে তাদের খেলায় জয়ের তাগিদটাই দেখা গেল না। যত সময় গড়িয়েছে পরিকল্পনার অভাব স্পষ্ট বোঝা গিয়েছে। অন্যদিকে রক্ষণকে মজবুত রেখে আক্রমণে চাপ বাড়াতে থাকে সুইস শিবির। কিন্তু বিরতির আগে গোলের খাতা খুলতে পারেনি কোনও দল। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য।
আরও পড়ুন: Mohun Bagan : দ্বিতীয় ম্যাচেও জয় এল না, কলকাতা লিগের শুরুতেই ব্যাকফুটে মোহনবাগান
আরও পড়ুন: Copa America 2024 : ভেনেজুয়ালাকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিফাইনালে মেসিদের সামনে কানাডা
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে সুইস ব্রিগেড। ব্রিল এমবোলো, রুবেন ভার্গাসেরা মাঝে মধ্যেই ইংরেজ রক্ষণ ভাগের পরীক্ষা নিচ্ছিলেন। বিপরীতে বিক্ষিপ্তভাবে কয়েকটি সুযোগ তৈরি করছিল ইংল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডের জমাট রক্ষণের সামনে বিশেষ সুবিধে করতে পারছিল না তারা। গত ম্যাচে গোল করে দলকে জিতিয়েছিলেন বেলিংহাম ও হ্যারি কেন। এই ম্যাচে তাঁরা বিশেষ সুবিধে করতে পারেননি। ৭৫ মিনিটের মাথায় প্রথম গোল পায় সুইজারল্যান্ড। ডান প্রান্ত থেকে বাড়ানো এনদোয়ের ক্রস থেকে গোল করেন এমবোলো। পিছিয়ে পড়ে ইংল্যান্ড। গোল হজম করে দলে তিনটি পরিবর্তন আনেন ইংরেজ কোচ সাউথগেট। কোল পালমার, লুক শ ও ইবেরিচি এজেকে নামিয়ে দেন তিনি। আক্রমণে কিছুটা ধার বাড়ে ইংল্যান্ডের। ৮০ মিনিটে খেলায় সমতা ফেরায় ইংল্যান্ড। ডেক্লান রাইসের পাস ধরে ডান প্রান্ত থেকে একক দক্ষতায় সুইজারল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে নেন বুকায়ো সাকা। তারপর বাঁ পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। নির্ধারিত সময়ের শেষে খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু গোলের দেখা পায়নি। ৯৪ মিনিটে রাইসের দূরপাল্লার শট আটকে দেন সুইস গোলরক্ষক সমার। ১১৬ মিনিটে শাকিরির নেওয়া কর্ণার পোস্টে লাগে। অতিরিক্ত সময় স্কোরবোর্ড অপরিবর্তিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইংল্যান্ডের প্রথম পাঁচজন গোল করলেও, সুইজারল্যান্ডের প্রথম শট বাঁচিয়ে দেন জর্ডন পিকফোর্ড। ফলে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড।
More Stories
বোর্ডের নতুন ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ বিরাটের!
হঠাৎ কি এমন হলো বেতন কমছে বিরাট-রোহিত-জাডেজার?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের ধাক্কা, ODI ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ!