সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ ফের ভয়াবহ দুর্ঘটনা শহরের রাজপথে। বেপরোয়া বাস চালানোর খেসারত দিতে হল যাত্রীদের। দুর্ঘটনার জেরে আহত কমপক্ষে ১২ জন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে ভর্তি। সোমবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে ১০০ মিটার দূরে জাতীয় সড়কের ওপর।
আরও পড়ুন বিহারে ৬৫ শতাংশ সংরক্ষণ আইন বাতিলের নির্দেশই বহাল, সুপ্রিম কোর্টেও সুরাহা মিলল না নীতীশ কুমারের
পুলিশ সূত্রে খবর, আমতা শ্যামবাজার রুটের একটি বাস ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আমতার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই পেছন থেকে ধূলাগড় শিয়ালদহ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামবাজার রুটের বাসটিকে সজোরে ধাক্কা মারে।বাসের মধ্যে ছিটকে পড়েন অনেক যাত্রী। কমপক্ষে ১২ জন যাত্রী এই ঘটনায় আহত হন। তাঁদের মধ্যে অনেকেরই মাথা ফেটে গিয়েছে, হাতে, পায়ে এবং বুকে চোট পেয়েছেন। বিকট শব্দ ও যাত্রীদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁরাই যাত্রীদের উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে বেশিরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দু’জনের আঘাত গুরুতর।
দুটি বাসের চালককেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্রেকফেল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
#Latestbengalinews
More Stories
তীব্র গরমেই আবহাওয়া বদলের পূর্বাভাস! দক্ষিণবঙ্গে কী স্বস্তির বৃষ্টি নামবে?
বাতিল ভুস্বর্গ ট্যুর, পর্যটকদের ভিড় বাড়ছে দার্জিলিং-সিকিম-ডুয়ার্সে
সেবকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বাসের সংঘর্ষে জখম ১১ জন