সুজয় ভট্টাচার্য , পূর্ব বর্ধমান, ২৮ জুলাই : ক্ষমতার অলিন্দে থেকে বা শাসক দলের ছত্রছায়ায় থেকে একাধিক কলঙ্কিত কাণ্ডের খলনায়ক হওয়ার অভিযোগ আগেও উঠেছে। এবার তৃণমূল নেতার দাদাগিরি ও নারী নিগ্রহ ঘিরে ভিডিও ভাইরাল।কালনার দেবনাথ পাড়া এলাকায়, একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলায় অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে।সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল।
আরও পড়ুন সেনা-জঙ্গি সংঘর্ষে ফের রক্তাক্ত উপত্যকা, শহিদ ১ জওয়ান, জখম মেজর-সহ ৪
প্রাপ্ত ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন, মহিলাকে মারধর করলে তিনিও পাল্টা ঝাঁপিয়ে পড়ছেন এমন বিষয়ও সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। এদিন শনিবার কালনার হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, তাঁদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নেওয়া কে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয়। এরপরে গোপাল তিওয়ারি এবং তার দলবল তার শাশুড়িকে মারধরের পর শনিবার তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ।
অন্যদিকে তৃণমূল নেতা গোপালকে তেওয়ারীর দাবি, “আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম সেই পাচিলটিকে ওরা ভেঙে দিয়েছে। এমনকি বলতে যাওয়ার কারণে উল্টে আমাকেই মারধর করেছে। ” পুরো বিষয়টি নিয়ে থানার দারস্থ হবেন বলে জানিয়েছেন গোপাল বাবু। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ সাবধানী প্রতিক্রিয়া দিয়েছেন।তিনি বলেন, আইন কারও হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশ তদন্ত করে দেখুক দোষ কার। এ প্রসঙ্গে বিজেপির সহ-সভাপতি সুভাষ পাল অবশ্য তৃণমূলকে দোষারোপ করে ঘটনার নিন্দা সহ অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তি দাবী করেছেন।
(ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করে নি সময় কলকাতা )
More Stories
ত্রিকোণ প্রেম নয়, পুলিশকে সাহায্য করাই কি কাল হয়েছিল হজরতের?
ভোটাভুটি আটকানো গেল না, জেলা সম্পাদকই হারলেন জেলা কমিটির ভোটাভুটিতে
দমদমে দুঃসাহসিক ডাকাতি, নগদ, সোনাদানা সহ প্রায় ১৪ লক্ষ টাকার সামগ্রী লুট