সময় কলকাতা ডেস্ক,২ অগাস্ট : আচমকা বাড়ির ছাদ ভেঙে অসময়ে ঝরে পড়ল তরতাজা প্রাণ। মর্মান্তিক এই ঘটনায় মৃত এক ছাত্র। নাম ধ্রুবজ্যোতি মন্ডল। ছাদ ভেঙে মৃত্যু -র ঘটনাটি বাগুইয়াটি থানা এলাকার বিধাননগর পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনীনগরের । এবছরই উচ্চ মাধ্যমিক পাস করেছিল বছর উনিশের ধ্রুবজ্যোতি। বরাবর মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ধ্রুবজ্যোতি।
সহসা ছাদ ভেঙে পড়ার পরে সংজ্ঞাহীন হয়ে পড়ে ছাত্রটি। ছাদের ভেঙে পড়া চাঙড় সরিয়ে উদ্ধার করা হয় ধ্রুবজ্যোতিকে। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
হতচকিত করে দেওয়া এই ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গিয়েছে, বাড়ির বেহাল দশাই দুর্ঘটনার কারণ। অথচ বাড়িটি যে খুব পুরনো তাও নয় বছর ১৫ আগে তৈরি হয়েছিল বাড়ি। আর এই বাড়ি ভেঙেই বিপত্তি।কাঠের উপর বাঁশের কাঠামো দিয়ে বাড়ির ছাদ ঢালাই হয়েছিল। লোহার কাঠামো না থাকায় বিপর্যয়, বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
বাড়িটি দুর্ঘটনার সময় ধাপে ধাপে ভেঙে পড়ে। প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের উপর। ঘরের খাটে বসে সেই সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি। ঘটনার সময় বাড়িতে একাই ছিল সে। বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মন্ডল পরিবার। একটানা বৃষ্টি এই বিপত্তি ঘটায় বলে অনুমান। পাশাপাশি বাড়িটি শুরু থেকেই দুর্বল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এমনকি পুরসভা থেকেও এই বাড়িটিতে বসবাস করতে বারণ করা হয়েছিল বলে জানা গিয়েছে। ছাদ ভেঙে মৃত্যু হতে পারে ভাবেন নি কেউই। মন্ডল পরিবার অন্যত্র থাকার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করলেও বাড়িতে এত বড় বিপর্যয় নেমে আসায় তাঁরা স্বাভাবিকভাবেই দিশেহারা, পরিবার শোকে মুহ্যমান ও বিহ্বল। সবচেয়ে শোকবিহ্বল ও বাক্যহারা ধ্রুবজ্যোতির মা। বছর পাঁচেক আগেই স্বামীর মৃত্যুর পরে আকস্মিকভাবে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত পুত্রকে হারাতে হল তাঁকে।
আরও পড়ুন :প্যারিস অলিম্পিক ২০২৪ প্রভাব ফেলেছে যৌনকর্মীদের জীবন – জীবিকায়
More Stories
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর
রাজ্য বাজেটে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা হবে?