Home » শ্রীলঙ্কার কাছে গম্ভীরের ভারত হারল ৩২ রানে

শ্রীলঙ্কার কাছে গম্ভীরের ভারত হারল ৩২ রানে

সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : Jeffrey Vandersay  ঘূর্ণি ট্র্যাকে জেফরি ভ্যান্ডারসে একার হাতে ভারতকে ভেঙে ফেললেন। বলা ভালো দুরমুশ করলেন গম্ভীরের ভারত হারল । প্রথম ম্যাচে কোনও রকমের সম্মান বেঁচে যায়। ভারত -শ্রীলঙ্কা এক দিবসীয় সিরিজের প্রথম ম্যাচ টাই হওয়ার পরে  দ্বিতীয় ম্যাচে আর সম্মান বাঁচেনি ভারতের। শ্রীলঙ্কার ২৪০ রানের  জবাবে ২০৮ রান অল আউট হয়ে যায় ভারতীয় দল। ৩৩ রানে ৬ উইকেট পেয়ে ম্যাচের সেরা  জেফরি ভ্যান্ডারসে ( Jeffrey Vandersay )।

 

৩২ রানে ভারতের ম্যাচ হারার জন্য অবশ্য শুধুমাত্র ঘূর্ণি ট্র্যাককে দায়ী করা যাবে না।অবশ্যই দায়ী ভারতীয় ব্যাটাররা এবং গৌতম গম্ভীর সহ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তথা টিম নির্বাচন। রাহুল -শিবম -শ্রেয়াসরা  নিজেদের পতন ডেকে আনলেন অপ্রয়োজনীয় শট খেলে। দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম ম্যাচের মত একই চিত্র। রান তাড়া করতে নেমে প্রথম ১০ওভারে ৭৬ রান তুলল ভারত। রোহিত শর্মা সিরিজে টানা দ্বিতীয় অর্ধশতরান পেলেন  রোহিত শর্মা দৃষ্টিনন্দন, সাহসী ও অসামান্য ইনিংস বাদ দিলে যথারীতি লড়লেন শুভমান গিল ও অক্ষর প্যাটেল। বাকিদের কথা যত কম বলা যায় ততই ভালো। শুধু আসা যাওয়া লেগে থাকল ব্যাটারদের। কার্যত লজ্জাজনক ভাবে গম্ভীরের ভারত হারল।

গৌতম গম্ভীর দায়িত্ব পাওয়ার পরে ভারত দুটি ম্যাচের একটিতেও জেতে নি। তাও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হচ্ছে! উল্লেখ্য, শ্রীলংকার চ্যাম্পিয়ন ট্রফিতে চূড়ান্ত পর্বে পৌঁছাতে পারে নি।

শিবম -শ্রেয়স- রাহুলদের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। গৌতম গম্ভীর ঘনিষ্ঠ হিসাবে শ্রেয়স -রাহুলরা চান্স পাচ্ছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। প্রশ্ন উঠতে বাধ্য কেন শ্রীলঙ্কা সফরে পাটা উইকেটে পাঁচ জন পেসার নিয়ে যাওয়া হল? মাত্র তিন স্পিনার কেন? ঋষভকে আর কতদিন মাঠের বাইরে থাকতে  হয় সেটাও দেখার।

আরও পড়ুন Paris Olympics 2024 :গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারত হকির সেমিফাইনালে

About Post Author