সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট : পাকিস্তানকে চুরমার করে নজির গড়ল বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দুর্দান্ত এক জয় উপহার দিলেন ক্রিকেটাররা। এবারই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। এর আগে ১৩ টি টেস্টে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ যার মধ্যে ১২টিতে জয় পেয়েছিল পাকিস্তান। একটি ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। পাকিস্তানের মাঠে তাদেরকেই বধ করল বাংলাদেশ। ১০ উইকেটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ।
রাওয়াল পিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের চতুর্থ দিনের শেষে যে টেস্ট নিস্প্রাণ ড্র হওয়ার দিকে এগোচ্ছিল সেখানে পঞ্চম দিনে বাংলাদেশের স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন পাকিস্তানের কাগুজে সিংহরা। মিরাজ – শাকিবের বোলিংয়ের সামনে রিজওয়ান ছাড়া কেউ দাঁড়াতেই পারেন নি। মাত্র ১৪৬ রানে শেষ হয়ে যায় পাক দল। শাকিব তিনটি ও মিরাজ চারটি উইকেট পান। শফিক ৩৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তিনি ফেরার পরে রিজওয়ান পাশে কাউকে পান নি। রিজওয়ান ৫১ রান করে ফিরতেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। প্রথমে ১১৭ রানের লিড থাকায় জেতার জন্য মাত্র ৩০ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। দ্রুত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের ওপেনিং জুটি জাকির হাসান ও সাদমান ইসলাম মিলে ৬ ওভার ৩ বলে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন । দশ উইকেটে ম্যাচ জিতে দুই টেস্টের ক্রিকেট সিরিজের ১-০ ফলে এগিয়ে গেল বাংলাদেশ।
# পাকিস্তানকে চুরমার করে নজির বাংলাদেশের
More Stories
England vs Australia T20 Series: দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, নতুন কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের
East Bengal: আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সুনীলের বেঙ্গালুরু
Mohun Bagan vs Mumbai City FC: দুই গোলে এগিয়ে গিয়েও পুরনো রোগে আটকে গেল মোহনবাগান