Home » বনধকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী ও অভিষেকের বক্তব্যে উজ্জ্বল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনন্য সংগঠক ফারহাদ

বনধকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী ও অভিষেকের বক্তব্যে উজ্জ্বল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনন্য সংগঠক ফারহাদ

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট : আর জি কর চিকিৎসক হত্যা ও ধর্ষণ কাণ্ডে নবান্ন অভিযানে পুলিশি ভূমিকার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা বাংলা বনধ ডাকা হয়েছিল। পুলিশ ও বনধ সমর্থনকারীদের মধ্যে ধস্তাধস্তি, পুলিশের হাতে বনধ সমর্থকদের আটক – গ্রেফতার,বাস পরিষেবা ব্যাহত -ট্রেনে কলাপাতা দিয়ে ট্রেন রোখা সহ পরিচিত বনধের ছবি যেমন দেখল বাংলা তেমনই আবার বেশ কিছু রক্তঝরা ছবি দেখল বাংলা। গুলি- বোমা – পুলিশকে বনধ সমর্থকদের কামড় সহ বেশ কিছু বনধের উগ্ররূপ দেখা গিয়েছে। দেখা গিয়েছে দোকান বন্ধ করার নামে দোকান লুঠ করার ছবি। শাসক দলের সমর্থকদের তাড়া খেতে দেখা গিয়েছে বনধ সমর্থক নেতাদের।তবে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিজেপিকে আক্রমণ করলেন যা ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বলা হলেও আরজিকর কান্ড তথা নবান্ন অভিযান এবং বুধবারের বনধের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন বাংলাদেশের মডেলে রাজ্য সরকারকে গদিচ্ছতো করার চেষ্টা করা হচ্ছে। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন তিনি বলেন ,”মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন! মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। নর্থ ইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থেমে থাকবে না।” এর পরই তাঁর হুঙ্কার, “আপনার (নরেন্দ্র মোদি) চেয়ারটাও টলমল করে দেব।” একইদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ধর্ষণ রুখতে নতুন আইন চাইলেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এমন একটি ধর্ষণ বিরোধী আইন প্রয়োজন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের পরিসংখ্যান সামনে আনলেন। একইসঙ্গে সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করা হয়নি সে বিষয়ে সিবিআইয়ের জবাব চাইলেন। তবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আলাদা করে নজর কাড়লেন সংগঠক একেএম ফারহাদ।

আগে চোখ রাখা যাক সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর লেখা বার্তায়।বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আর জি করে মৃতা পড়ুয়া-চিকিৎসকের উদ্দেশ্যে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সকালে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত ৷”বিজেপির ১১ঘণ্টা বনধে  মেয়ো রোডে মেগা ছাত্র সমাবেশ ছিল তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বার্তা বুধবারের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, “আরজি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি ৷”

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যুব সমাজের প্রতি তাঁর বার্তা, “ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে ৷ সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ ৷ আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন ৷ আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন।”

উল্লেখ্য,তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গান্ধী মূর্তির পাদদেশে দলে দলে হাজির হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যেমন উঠবে, তেমন করেই উঠবে জেলা থেকে তৃণমূলের কর্মসুচিকে প্রতিবছর সফল ভাবে সংগঠিত করা নেতাদের কথা। এ প্রসঙ্গে আলাদা করে বলতে হয় একেএম ফারহাদের কথা। দলীয় নির্দেশ মেনে ফি বছরের মত এবারও ময়দানে উপস্থিত থেকে পার্কিং ব্যবস্থাপনার দায়িত্ব সামলালেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের টিম। সম্পূর্ণ তেল দেওয়া মেশিনের মত প্রতিবছর তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচী সামলাতে দক্ষ দলটি যেন আরও নিজেদের দক্ষতা বাড়িয়ে চলেছে।

About Post Author