Home » সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?

সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?

সময়  কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর : সেপ্টেম্বর আসছে রাজকীয় ভাবে ওটিটি প্লাটফর্মে। ৫ সেপ্টেম্বর নেটফ্লিক্স দেখাতে চলেছে পারফেক্ট কাপল। ১৮ সেপ্টেম্বর ডিসনি হটস্টারে দর্শকরা দেখতে পাবেন আগাথা অল অ্যালং। সেপ্টেম্বর মাসজুড়ে অফুরন্ত বই, উপহার অফুরান।

সপ্তাহের শুরুতেই ৫ সেপ্টেম্বরের “দ্য পারফেক্ট কাপল” নেটফ্লিক্স মাতাতে আসছে।আমেরিকান মিস্ট্রি ড্রামা সিরিজ দ্য পারফেক্ট কাপলের তারকারা হলেন ইভ হিউসন, লিভ শ্রেইবার, নিকোল কিডম্যান এবং ডাকোটা ফ্যানিং। এটি একই নামের এলিন হিল্ডারব্রান্ডের -এর ২০১৮ বইয়ের একটি রূপান্তর।

১২ তারিখে মুক্তি পেতে চলা এমিলির দিকেও নজর থাকছে। সে প্যারিসে প্রেম ও জীবনের মাঝে নোঙ্গর ফেলতে চাইছে।

সেক্টর 36 থ্রিলার আর অফিসার  ব্ল্যাক বেল্টও তাই। রেবেল রিজ আবার অ্যাকশন ড্রামা। আরও বেশ কিছু উপহার বিভিন্ন ওটিটি প্লাটফর্মে রয়েছে  যার উল্লেখযোগ্য ক্রমানুযায়ী একটি তালিকা দেওয়া হল, কোথায় দেখতে পাবেন তারও উল্লেখ থাকল ।

 

OTT Movies/ Web Series OTT Release Date OTT Platform
Emily In Paris S4 Part 2 September 12 Netflix
Thalavan September 10 Sony LIV
Call Me Bae September 2 Amazon Prime Video
Jatt And Juliet 3 September 19 Chaupal
Sector 36 September 13 Netflix
Rebel Ridge September 6 Netflix
Tanaav S2 September 6 Sony LIV
The Perfect Couple September 5 Netflix
Officer Black Belt September 13 Netflix
Agatha All Along September 18 Disney+Hotstar
Twilight Of The Gods September 19 Netflix
Stree 2 September 2024 Amazon Prime Video
Fall Guy September 3 JioCinema
Monsters September 19 Netflix

About Post Author