দীপ সেন, সময় কলকাতা, ১ সেপ্টেম্বর : মধ্যমগ্রামে প্রতিবেশী দোকানদারের লালসার শিকার ফুলের মত নাবালিকা আর শনিবার রাতে ঘটা যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা । ভাঙচুর অভিযুক্তর দোকান ও বাড়ি। পাশাপাশি, অভিযুক্তকে বাঁচাতে চেষ্টা করছে শাসকদলের প্রতিনিধি – এই অভিযোগে উত্তেজনার পারদ আরও বেড়েছে। অভিযুক্তকে পাকড়াও করা হলেও ক্ষোভ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। রোহান্ডা এলাকায় বিরাট সংখ্যক পুলিশ রবিবার সকালেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারে নি। দাবি, দৃষ্টান্তমূলক শাস্তির।
অভিযোগ, শনিবার রাতে অত্যাচার ও যৌন নিগ্রহের শিকার হয় সাত বছরের নাবালিকা। মেয়েটির শারীরিক ও মানসিক ভাবে ভীত ও অসুস্থ হয়ে পড়ে। রাতেই দোকানদার নিজের মধ্যমগ্রাম রোহান্ডা রাজবাড়ি এলাকায় দোকানদার নাবালিকার ওপরে অত্যাচার চালায় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ক্ষেপে ওঠে জনতা। ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি ও দোকান ।অভিযুক্তকে আড়াল করতে চাইছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য এই অভিযোগ ওঠে। টাকা – পয়সা দিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এলাকাবাসীর ওপরে পাল্টা হামলার অভিযোগ ওঠে। উত্তেজনার পারদ বাড়ে।ঘটনাস্থলে যায় মধ্যমগ্রামের বিরাট পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেলেও এলাকাবাসীর পুলিশের প্রতি ক্ষোভ রয়েছে, পুলিশ সময়মত যথাযথ আইনি ব্যবস্থা নেয় নি ফলে পুলিশকেও দেখানো হয় বিক্ষোভ। ” উই ওয়ান্ট জাস্টিস ” বলে বিক্ষোভ শুরু হয় এবং পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতেই পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করতে হয়।
রবিবার সকালেও এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে সরব এলাকার মানুষ। মোতায়েন আছে পুলিশ, তবুও ক্ষোভ প্রশমিত হয়নি এলাকাবাসীর। দাবি দৃষ্টান্তমূলক শাস্তির প্রকৃত নিশ্চয়তার।।
# যৌন নির্যাতনের অভিযোগ
আরও পড়ুন Doctor Arrest: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গড়িয়াহাট থেকে গ্রেফতার এক চিকিৎসক
More Stories
Female Doctor Threatened: “ইহা পে আর জি কর হো জায়েগা!” ফের মহিলা ডাক্তারকে হুমকি, প্রতিবাদে নেমেছেন বেসরকারি হাসপাতালের ডাক্তাররা
“ধর্মঘট তাই ডাক্তার নেই ” – কলকাতার একাধিক নামি সরকারি হাসপাতাল ঘুরে নার্সিংহোমে মৃত্যু যুবকের
Mamata Banerjee: টলিপাড়ায় নারী নির্যাতন নিয়ে সরব অভিনেত্রী ঋতাভরী, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে