Home » Australia VS Scotland : বিধ্বংসী মেজাজে হেড, স্কটল্যান্ডকে ধরাশায়ী করল অস্ট্রেলিয়া

Australia VS Scotland : বিধ্বংসী মেজাজে হেড, স্কটল্যান্ডকে ধরাশায়ী করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: বিধ্বংসী মেজাজে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। বাঁ হাতি ব্যাটারের তাণ্ডবে ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ করলেন বিপক্ষের বোলাররা। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারের সৌজন্যে পাওয়ার প্লেতে নয়া নজির গড়ল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন    ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ, সাদা জার্সিতে ফিরছেন পন্থ?

বুধবার দ্যা গ্র্যাঞ্জ ক্লাব স্টেডিয়ামে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্যাগি গ্রিনরা। টসে জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান তুলেছিল স্কটরা। দলের হয়ে সর্বাধিক ২৮ রান করেন জর্জ মুনসে।

স্কটল্যান্ডের দেওয়া রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে আগ্রাসন দেখালেন হেড। যদিও প্রথম ওভারেই রানের খাতা না খুলে ফেরেন গত আইপিএলে নজরকাড়া ব্যাটার ফ্রেজার ম্যাকগুর্ক। তারপর তিন নম্বরে নামা মার্শের সঙ্গে জুটি বাঁধেন হেড। একের পর এক বল অবলীলায় বাউন্ডারি সীমার অন্য প্রান্তে পাঠান দুজনে। দ্বিতীয় উইকেটে ১১২ রান করতে এই দুজন খেললেন মাত্র ৩৪ বল। হেডের ব্যাট থেকে এল ২৫ বলে ৮০ রান। ১২টি চার এবং ৫টি ছক্কা মারেন তিনি। অর্ধশত রান করতে নিলেন ১৭ বল। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারের এটাই দ্রুততম অর্ধশত রান। পিছিয়ে ছিলেন না অধিনায়ক মার্শও। ৫টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে করলেন ১২ বলে ৩৯ রান। এই দুজনের ব্যাটের সৌজন্যে আরও একটি নজির গড়ল অস্ট্রেলিয়া। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রান তোলেন তাঁরা। অতীতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার প্লেতে সর্বাধিক রানের নজির ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ ওভারে ১০২ রান তুলেছিল প্রোটিয়ারা। সেই রানকে ছাপিয়ে গেলেন মার্শরা। দলকে একপ্রকার জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মার্ক ওয়াটের বলে আউট হন দুজনেই। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জস ইংলিস এবং স্টোইনিস জুটি।

About Post Author