সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ ফের হাওয়া বদল! নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। আর এই নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ব। বৃষ্টি হতে পারে হাওড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়। জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যার কারণে শনি ও রবিবার গোটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার সারাদিনই শহর কলকাতার আকাশ পরিষ্কার। তবে, বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, নতুন করে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বিকেলের দিকে, বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৬ থেকে ৯২ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা মধ্যপ্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্বের বেশিরভাগ রাজ্যে। অন্যদিকে, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
#Weatherupdate
#Latestbengalinews
More Stories
ফের নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় জারি সতর্কতা?
নিম্নচাপের জেরে ভিজবে গোটা দক্ষিণবঙ্গের , কলকাতায় ভারী বৃষ্টি কতদিন? জানুন আবহাওয়া আপডেট
নিম্নচাপের জেরে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ, আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?