Home » প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা

প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা

সময় কলকাতা ডেস্ক, বনগাঁ প্রতিনিধি, ১০ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতনের  প্রতিবাদে রাস্তায় মতুয়ারা।  অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে নির্যাতনের খবর একটানা ভেসে আসছে সীমান্তের ওপার থেকে । প্রতিবাদের ঢেউ উঠেছে এপারে। এবার সীমান্ত লাগোয়া বনগাঁয় মতুয়া সম্প্রদায় পথে নামল।বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার এবং চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে এবার পথে নামলো মতুয়ারা।

আরও পড়ুন OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

বেশ কিছুদিন ধরেই হচ্ছিল বাংলাদেশের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে চলেছে। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের খবর আসছিল। যা নিয়ে এপার বাংলায় প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যরা। সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলের নেতারা। এবার পথে নামল মতুয়ারা। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় ডঙ্কা কাশি, হরিচাঁদ গুরুচাঁদের ছবি ও জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল করে মতুয়া সম্প্রদায়ের ভক্ত ও ধর্মগুরুরা । তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাস কে মুক্তি দিতে হবে। তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।দিকে দিকে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা তাঁদের গলায়।।

প্রতিবাদে রাস্তায় মতুয়ারা #প্রতিবাদে রাস্তায় মতুয়ারা

আরও পড়ুন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলা,  তিন মাস পর হবে পরবর্তী শুনানি

About Post Author