সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বর: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে পার্থর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। চার্জশিটে উল্ল্যেখ করা হয়েছে, এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। গত ১ অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, শুক্রবার তাঁর বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। তাতে নাম রয়েছে অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়েরও।
আরও পড়ুনঃ Manmohan Singh: প্রয়াত মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাতে বাড়িতে হাজির মোদি, শাহ, রাহুলরা
দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেনও হয়েছেন তিনি। ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিনের অনুমতিও মিলেছে। তবে এখনও জামিন বলবৎ হয়নি। এরই মাঝে আজ, শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক উচ্চ পদস্থ আধিকারিক। জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। একাধিক মামলায় নাম জড়িয়েছে ধৃতদের। গত ১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এদিকে ইডির মামলা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যহতি দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী।
More Stories
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
ডিগ্রি বিতর্কে পুলিশি তলব, হাজিরার আগেই হাই কোর্টে আন্দোলনকারী ডা.আসফাকুল্লা নাইয়া
১৬২ দিন পর দোষী শুধুই সঞ্জয়? সঞ্জয়ের দাবিতে নতুন করে বিতর্ক তৈরি,সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে